আমাদের কথা খুঁজে নিন

   

নয় ঘণ্টা উড়ল সৌরবিমান

ছোট বিমানটির নাম পুমা। আকাশে উড়ার জন্য শক্তি সরবরাহ করতে বিমানের ডানায় সৌরপ্যানেল ব্যবহার করা হয়েছে। বিমানটির আগের মডেল ব্যাটারির সাহায্যে প্রায় দু-তিন ঘণ্টা আকাশে উড়তে সক্ষম হলেও সাম্প্রতিক প্রযুক্তিগত পরিবর্তনের পর বিমানটি আকাশে টানা নয় ঘণ্টা ১১ মিনিট উড়তে সক্ষম হয়।
বিমানটির নির্মাতা অ্যারো ভিরনমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয় মিনসন বলেন, জিএএএস সোলার সেল বিমানটি চালনার জন্য পর্যাপ্ত শক্তি সরবরাহ করবে। এতে দীর্ঘসময়ের যাত্রাও সম্ভব হবে।
পুমা বিমানটি ২০০৮ সাল থেকেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। জুলাইতে এটি যুক্তরাষ্ট্রে বেসামরিক কাজের জন্য অনুমোদন পেয়েছে। তবে বর্ধিত শক্তিসম্পন্ন এর নতুন মডেলটি নিয়ে এখনও গবেষণা চলছে বলে জানিয়েছেন নির্মাতারা।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।