আমাদের কথা খুঁজে নিন

   

বাবা-মা হত্যাকাণ্ডে ঐশী জড়িত: পুলিশ

শনিবার তাদের মেয়ে ঐশী নিজেই পুলিশের কাছে ধরা দেয়ার পর তাকে নিয়ে অভিযান চালিয়ে কয়েকজনকে আটকের পর পুলিশের এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
হত্যাকাণ্ডের পর খোয়া যাওয়া কিছু গহনাও ঐশীর কাছে পাওয়া গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।
এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় মাহফুজের ভাই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন। মাহফুজ ও স্বপ্নার লাশের ময়না তদন্ত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।
ময়না তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মাহফুজ ও স্বপ্নাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং খুনি ছিলেন দুইয়ের বেশি এবং তারা অপেশাদার।

 
শুক্রবার সন্ধ্যায় ঢাকার চামেলীবাগের একটি ভবনের ফ্ল্যাটে মাহফুজ ও স্বপ্নার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। দুই সন্তান ঐশী ও ঐহী এবং শিশু গৃহকর্মী সুমিকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তারা।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেলের ছাত্রী বৃহস্পতিবার সকালে তার সাত বছর বয়সী ছোট ভাই ঐহী ও গৃহকর্মী সুমিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে ওই বাড়ির তত্ত্বাবধায়ক জানান। তারপর থেকে ঐশীর খোঁজ মিলছিল না।
ঐহী ও আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ হয়, ঐশীকে জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের কূল-কিনারা করা যাবে।


শনিবার দুপুরে ঐশী নিজেই পল্টন থানায় আত্মসমর্পণ করেন। এরপর তাকে নিয়ে গোয়েন্দা পুলিশ অভিযানে নামে।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, ঐশী, তার বন্ধু রনি ওরফে জনি এবং গৃহকর্মী সুমিকে আটক করা হয়েছে। এছাড়া আরো তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছেন তারা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।