আমাদের কথা খুঁজে নিন

   

Sei To Basonto Phire Elo

আমি মুক্ত মনের মানুষ .।.।.।

সেই তো বসন্ত ফিরে এল, হৃদয়ের বসন্ত ফুরায় হায় রে। সব মরুময়, মলয়-অনিল এসে কেঁদে শেষে ফিরে চলে যায় হায় রে॥ কত শত ফুল ছিল হৃদয়ে, ঝরে গেল, আশালতা শুকালো-- পাখিগুলি দিকে দিকে চলে যায়। শুকানো পাতায় ঢাকা বসন্তের মৃতকায়, প্রাণ করে হায়-হায় হায় রে॥ ফুরাইল সকলই। প্রভাতের মৃদু হাসি, ফুলের রূপরাশি, ফিরিবে কি আর। কিবা জোছনা ফুটিত রে কিবা যামিনী-- সকলই হারালো, সকলই গেল রে চলিয়া, প্রাণ করে হায় হায় হায় রে॥

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।