আমাদের কথা খুঁজে নিন

   

রকমারি

গ্রহের নাম রাখতে চান?
নতুন কোনো গ্রহ বা উপগ্রহ আবিষ্কার করা হলে সেটির নামকরণে সাধারণ মানুষকে এখন থেকে সুযোগ দেওয়া হবে। গ্রহ বা উপগ্রহের নাম নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের (আইএইউ) নতুন নীতিমালায় এ সিদ্ধান্ত হয়েছে। গ্রহ-নক্ষত্রের নামকরণে প্রায় ১০০ বছর ধরে কাজ করছে আইএইউ। যেমন: আমাদের সৌরজগতের গ্রহ বা উপগ্রহের নামকরণে গ্রিক এবং রোমান পুরাণ অনুসরণ করা হয়েছে। অপরদিকে, সৌরজগতের বাইরের গ্রহ-উপগ্রহের নামকরণে ব্যবহার করা হয়েছে বর্ণ ও সংখ্যা।

তবে গ্রহের মর্যাদাবিহীন প্লুটোর উপগ্রহের নামকরণ নিয়ে জটিলতা দেখা দেয়। জনপ্রিয় চলচ্চিত্রস্টার ট্রেক-এর দর্শক-অনুরাগীরা প্লুটোর উপগ্রহের নাম দিতে চান ‘ভলকান’। কিন্তু নামটি নিয়ে আইএইউ প্রথমে আপত্তি করলেও পরে সেটিই বহাল রাখে। পরে নামকরণের নীতি বদল করা হয়। বর্তমানে সৌরজগতের বাইরে প্রায় ৮০০ গ্রহ-উপগ্রহ নামকরণের অপেক্ষায় আছে।

টেলিগ্রাফ। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.