আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরে ক্ষমতাসীন দলে উত্তপ্ত পরিস্থিতি

ফরিদপুরে ক্ষমতাসীন দলে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। ১১ আগস্ট একটি ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রী গ্রুপ এবং বিরোধী গ্রুপের অবস্থান এখন পাল্টাপাল্টি। দুই গ্রুপই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। স্থানীয় আওয়ামী লীগের সদস্য এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় শহরজুড়ে তোলপাড় চলছে। জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের কোন্দলের আগুনে 'ঘি' ঢেলে তা আরও উসকে দেওয়া হয়েছে এ কে আজাদের গাড়িবহরে।

পুলিশের হামলার মধ্য দিয়ে এমন মন্তব্য দলের বেশিরভাগ নেতা-কর্মীর। এ কে আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় খোদ ক্ষমতাসীন দলের নেতারাই ক্ষুব্ধ। প্রকাশ্যে পুলিশের এহেন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তারা। এ কে আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় মন্ত্রী গ্রুপকে দায়ী করেছেন স্বয়ং এ কে আজাদ। অন্যদিকে সংবর্ধনার নামে বিএনপি নেতাদের নিয়ে সভা করে আওয়ামী লীগকে ধ্বংস করার মিশনে নেমেছেন এ কে আজাদ এমন কথা বলছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন গ্রুপের নেতারা।

বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে দুই পক্ষের তুমুল বাকবিতণ্ডা হয়। মন্ত্রী বিরোধী গ্রুপের নেতা নুর মোহাম্মদ বাবুল এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটায় তাদের আইনের আওতায় আনা উচিত। অন্যদিকে মন্ত্রী গ্রুপের নেতা মোকাররম মিয়া বাবু বলেন, এ ঘটনা নিয়ে রাজনীতি হচ্ছে। প্রবাসীকল্যাণ মন্ত্রীর নাম জড়িয়ে যারা কথা বলছেন তারা দলের শত্রু। তারা একটি পক্ষকে খুশি করতেই এমনটি করছে।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. খসরুজ্জামান দুলু বলেন, যারা মন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা ঠিক কাজ করছেন না।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.