আমাদের কথা খুঁজে নিন

   

সাহিত্যে নোবেল পেলেন ভার্গাস য়োসা

কবি এবং কবিতার পাঠক

সাহিত্যে ২০১০ সালের নোবেল পুরস্কার পেয়েছেন পেরুর লেখক মারিও ভার্গাস য়োসা। নোবেল কমিটি বৃহস্পতিবার একথা জানিয়েছে। তার সাহিত্যে ব্যক্তির প্রতিবাদ, প্রতিরোধ, বিদ্রোহ ও পরাজয়ের নিপুণ চিত্রায়ন এবং ক্ষমতা কাঠামোর সাবলীল উপস্থাপনার জন্য সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে। ৭৪ বছর বয়সী য়োসা ৩০ টিরও বেশি উপন্যাস, নাটক ও প্রবন্ধ লিখেছেন। ১৯৮২ সালের পর তিনিই সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া প্রথম ল্যাতিন আমেরিকান।

১৯৩৬ সালের ২৮ মার্চ জন্ম নেওয়া য়োসা একাধারে রাজনীতিবিদ, সাংবাদিক ও প্রাবন্ধিক। প্রথম জীবনে বামপন্থার দিকে ঝুঁকলেও পরবর্তীতে তিনি ডানপন্থী রাজনীতিতে যোগ দেন। ১৯৯০ সালে য়োসা মধ্য ডানপন্থী ফ্রেন্তে দেমোক্র্যাতিকো জোটের পক্ষ থেকে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৬০ এর দশকে সাহিত্যে আলোচিত হয়ে ওঠেন য়োসা। সেসময় তার 'দ্য টাইম অব দ্য হিরো', 'দ্য গ্রিন হাউস', 'কনজারভেশন ইন দ্য ক্যাথেড্রাল' গ্রন্থ প্রকাশিত হয়।

স্প্যানিশ ভাষার লেখক য়োসার চিন্তা-চেতনার ব্যাপক প্রভাব রয়েছে দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের নানা প্রান্তে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।