আমাদের কথা খুঁজে নিন

   

অনুরাধা


১ মনে আছে তোমার দেবাশিষ আর হিমাদির কথা? মনে পড়ে তোমার? ঢাকা হলের ইট বাঁধানো পুকুড় ঘাটে কত খুঁনসুটি হত ওঁদের হল থেকে রান্না করা খাবার নিয়ে হিমাদি খাওয়াতো দেবুদাকে? তোমারও খুব শখ ছিল আমি হিমাদি হই আর তুমি দেবুদা। মাঝে মাঝেই ঘাটলাটায় যাই ওঁরা যেখানটায় বসত সেখানটায় গিয়ে বসি। আমারও এখন খুব ইচ্ছে করে আমি তোমার হিমাদি হই। ২ যাবার সময় তুমি বলেছিলে আমার জন্য সোনালী সকাল নিয়ে ফিরবে, আর আমাদের খোকার জন্য আনবে স্বাধীনতার হাসি। আটত্রিশ বছর চলে গেল তুমি ফিরে এলে না। নাকি তুমি এসে ছিলে? দীর্ঘশ্বাস ছাড়ে বৃদ্ধা…. প্রতি পূজোয় বৌমা নতুন সাদা শাড়ি এনে দেয় চুলগুলোও সব সাদার মিছিলে ভারী ফ্রেমের পুরু চশমায় হয়ত চিনতেই পারনি আমি তোমার সেই চিরচেনা অনুরাধা। পুনশ্চঃ কবিতাটি কয়েক মাস আগে লেখা। পুজো উপলক্ষ্যে শেয়ার করলাম। সবাইকে শারদীয় শুভেচ্ছা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।