আমাদের কথা খুঁজে নিন

   

ঠিক যে আমার মা’র মত



যেই না মা তার নীল শাড়ীটা পরতে দিল সালমারে, ছোট্ট চড়ুই পাখির মত সালমা শুধু ফাল মারে । রান্না বাড়া পুতুল খেলায় একটুও মন উঠল না, রংবেরংয়ের প্রজাপতি ধরতে চেয়েও ছুটল না । মা’র শাড়ীটা গায় জড়িয়ে ছুটল সোজা খাল পাড়ে, ছুটতে গিয়ে বেশ কত বার যায় বেধে পা লাল পাড়ে । খাল ভরা কি স্বচ্ছ পানি ঝকঝকে ঠিক আয়না তো, কিন্তু তাতে নিজের ছবি সালমা খুঁজে পায় না তো ! ঘোমটা মাথায় নীল শাড়ীতে ওই ছবিটা কার মত ? একটু ভেবে সালমা চিনে -ঠিক যে আমার মা’র মত ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।