আমাদের কথা খুঁজে নিন

   

শপথ নিলেন নবনির্বাচিত সাংসদ আব্দুল মালেক

সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সোমবার বিকাল সাড়ে ৩টায় তাকে শপথ পড়ান দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শপথ শেষে আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, “সংসদ সদস্য হিসেবে আমি কম সময় পাবো। এর মধ্যেই প্রয়াত নেতা আব্দুল জলিলের রেখে যাওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করবো। ”
২০০৮ সালের ডিসেম্বরের শেষদিকে নবম জাতীয় সংসদ নির্বাচনের পরের বছর ২৫ জানুয়ারি বর্তমান সংসদের প্রথম অধিবেশন বসে। সে হিসেবে আগামী ২৫ জানুয়ারি শেষ হচ্ছে চলতি সংসদের মেয়াদ।

আর সংবিধান অনুযায়ী তার আগের তিন মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুতে নওগাঁ-৫ আসনটি শূন্য হয়। উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের প্রধান হুইপ মো. আব্দুস শহীদ, সংসদ সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, মো. ইসরাফিল আলম, খালিদ মাহমুদ চৌধুরী, মো. শহীদুজ্জান সরকার, সাধন চন্দ্র মজুমদার, রওশন জাহান সাথী, রুবী রহমান, শাহিন মনোয়ারা হক ও জাহানারা বেগম উপস্থিত ছিলেন।
সংসদ সচিব মো. মাহ্ফুজুর রহমান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।