আমাদের কথা খুঁজে নিন

   

গল্প নয়-'মিতুর আত্তার শান্তি কামনা করছি'

স্বপ্নগুলো সত্যির প্রত্যয়ে পথচলা ............

কালো মেঘ আকাশে। বৃষ্টি শুরু হলে দারুন হতো। যদি ও আজ বৃষ্টি দেখে এসেছি। তাকে চিনতে না চিনতে হারিয়ে ফেলেছি। তার হারিয়ে যাওয়া টা এত তাড়াতাড়ি হল যে, চোখের ভাষা ও বোঝা হ্য়নি! সুস্থ হয়ে গিয়েছিল।

১ তারিখ জ্বর হল, ৪ তারিখ সম্পূর্ন সুস্থ আর ৫ তারিখ সকাল ১০ টায় বিদায়, সবাই কে ছেড়ে! পরিবারে বাবা-মার এক মাএ সন্তান সে, এক মাএ মেয়ে। প্রথমে জ্বর টা কে সবাই হালকা করে নিয়েছিল, ঔষুধ খাওয়ার পর দ্রুত সুস্থ হল। কিন্তু হেপাটাইটিস বি যে তাকে একা একটা অন্ধকার যায়গায় নিয়ে যাবে কে জানতো? তার বাবা মার কত স্বপ্ন ছিল.... কে জানতো বাবা কে বহন করতে হবে তার এক মাএ মেয়ের মৃত দেহ? কে জানতো এক মাএ আদরের মেয়ে, বাবা- মা কে রেখে সবার আগে ঐ আকাশের তারা হবে? কেউ জানতো না, সত্যি কেউ জানতাম না........ ৩১ তারিখের আগেও মিতু নামের সহপাঠি আমাদের সাথে ক্লাস করেছে। আজ ৬ তারিখ... প্রার্থনা করি, মহান আল্লাহ মিতু কে বেহেশতে নসিব করুক এবং মিতুর আত্তার শান্তি কামনা করছি। কিছু বলার নেই! বি:দ্র: আর সবাই কে বলবো হেপাটাইটিস এর টিকা নেওয়া সবার জন্য জরুরি।

ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.