আমাদের কথা খুঁজে নিন

   

্কেন আমি জাকির নায়েক কে পছন্দ করি!!!!!!



যারা এই দুনিয়াতে সত্য কথা বুকে সাহস নিয়ে বলে তাদেরকে বেশিই ঘৃণা করা হয়, যেমনটি এই ব্লগে অনেকে করে। কেন করে?? তিনি কি কোন হিংস্রাত্তক কথা বলেন?? তিনি কি কোন খরাপ কাজে কাউকে উদ্ভুদ্দ করেন?? আপনি যদি হিন্দু বা খৃস্টান হয়ে থাকেন, তাহ্ লে আমার কোন আপত্তি নাই। কারন একমাত্র মুসলিমরাই জানে ইসলামই শান্তির কথা বলে । আপনার মনে প্রশ্ন জাগতে পারে , এখন অনেক অশান্তির কাজ ইসলাম অনুসারিরাই করছে। আপানার কথা আমি মেনে নিলাম।

কিন্তু একদিন হয়তো মানুষ জানবে এর পিছনে কাদের হাত ছিল। ভাই, ইসলাম প্রতিস্টার প্্র থেকেই একে ধংস করার জন্য খৃস্টানেরা উঠে পরে লেগেছে, কারন এই খৃস্টান ধর্‌ম কে হটিয়েই ইসলাম প্রতিসঠা হয়েছে। তাদের বিরুদধে লড়াই করেই ইসলাম কে প্রতিস্টা করতে হয়েছে। খ্রিস্টানরা ও ইহুদিরাই ইসলাম এর প্রতিবন্ধকতা ছিল। তাই আজকে তারাই ইসলাম কে ধংস করার জন্য বিভিন্ন পায়তারা করছে, তারা ইসলামি রাস্ট্র গুলোকে একে অপরের বিরুদ্ধে বিদ্দেষ তৈরি করে দিচ্ছে।

এক ইসলামি রাস্ট্রকে সাহায্য করার নামে তাকে লেলিয়ে দেয়া হচ্ছে অন্য ইসলামি রাস্ট্রের বিরুদ্ধে, এই দৃশ্য কি আমাদের চোখের সামনেই ভাসমান নয়। আর আজকে সেই খ্রিস্টানদের দেশ কানাডা ও ব্রিটেন ডঃ জাকির নায়েককে তাদের দেশে যাওয়ার ভিসা দেওয়া হচ্ছেনা , তাতে অবাক হওয়ার কিছুই নেই। যারা ইসলাম ধরমের অনুসারি নন, তাদের ক্ষেত্রে উনার কথা ভাল নাও লাগতে পারে। কারন উনি কেবল ইসলাম কেই প্রাধা্ন্য দিয়ে কথা বলেন, ইসলাম এর সত্য কে সবার মাঝে তুলে ধরতে চান, আর এখানেই অনেকের বাধা, কারন ইসলাম এর সত্য যেখানেই আসবে সেখানেই সবাইকে তা মেনে নিতে হবে। ভাই আপনি/আপনারা যদি ডঃ জাকির নায়েককে পছন্দ না করেন, ঠিক আছে, কিন্তু ইসলাম কে নিয়ে কোন বাজে মন্তব্য করবেন না।

আমি উনা কে পছন্দ করি কারন উনার কথায় আমি কোন মিথ্যা পাই নাই। উনি কোন বিধরমি কে জোর করেন না যে তোমরা ইসলাম গ্রহন কর। ইসলাম এর সত্য কথা গুলো সবার মাঝে পৌছে দেওয়াই উনার কাজ। আমাদের মহানবি (সঃ) বলেছেন, "তোমরা ইসলাম এর বানী সবার মাঝে পৌছে দাও"। এই কাজটিই ডঃ জাকির নায়েক করছেন।

আর যেহেতু এটি একটি ধারমিক প্রসংগ তাই অন্য ধরমের লোকদের উনার কথা ভালো নাও লাগত্এ পারে। আমার সবার প্রতি অনুরোধ রইলো , উনার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। তারপর মন্তব্য করুন। অপরে মন্দ বলেছে বলে আমাকেও বলতে হবে এটা কোন বিবেকবানের মনের চিন্তা না। আমি মনে প্রানে উনাকে সুসাগতম জানাই, এদেশের মু্সলমানদের পক্ষ্য থেকে।

(আমি একজন সাধারন মুসলিম হিসেবে আমার এই বক্তব্য টুকু রেখেছি। আমার উদ্দেশ্য কারো মনে আঘাত দেওয়া না। কিছু বিধরমি ও কিছু মুসলিম বেশধারি ব্যাক্তি রা ইসলাম সম্পরকে বাজে মন্তব্য ও বিভ্রান্তি ছরাচ্ছে, আর আমরা মুসলিমরা চোখ কান ও মুখ বন্ধ রেখে ঘুমাচ্ছি। কিন্তু আমাদের দায়িত্ত ছিল ইসলাম সম্পকে তাদের ভুল ধারনা গুলো ভেংগে দেওয়া, কেউ জদি না বুঝে ও আমাদের উপর চড়াও হয় , তাহলে আমাদের কে আরো বিনম্র হতে হবে, এটাই ইসলামের শিক্ষা । উগ্রতা কখনই ইসলাম মান্য করে না।

তাহলে বাস্তব কিছু বিশৃঙখলা দেখে আমরা বুঝে নেব আমাদের মধ্যে ইসলাম এর শিক্ষা এখনো ভালো ভাবে ঢুকেনি। তাই আমি মনে করি ইয়ালামের শিক্ষা বাস্তবে রুপান্তরিত করার জন্য আমাদের ডঃ জাকির নায়েক এর মত আরো সত্যিকারে মুসলিম দরকার যারা আমাদের কে ইসলাম এর সঠিক আলো দেখাবে। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.