আমাদের কথা খুঁজে নিন

   

পৌনঃপৌণীক-৪.১

তুমি বললে ভুলে যাও বলেছিলাম পারবো না তুমি বললে ভুলে যেতেই হবে ভুলে গেলাম, হৃদয়ের উত্‍সমূল জড়ালাম শেকলে ১০১টা নক্ষত্র নিভিয়ে দিলাম নিজেকে কালো চাদরে ঢেকে, ভুলে গেলাম; ভুলে গেলাম স্বপ্ন দেখা ভুলে গেলাম প্রতীক্ষায় থাকা ভুলে গেলাম সব পেছনের স্মৃতি ভুলে গেলাম তোমায় ওলট পালট করে সারা পৃথিবী, ভুলে গেলাম তোমাকে বাস্তব সত্য মেনে তুমি তাতেও অপরাধ নিলে ! চলে গেলে কিছু দীর্ঘশ্বাস দান করে বললে ওটা পরীক্ষা ছিলো আমি যাতে অনুউত্তীর্ণ মানলাম না হয় বুকের মাঝে পাথর'ই চেপে কিন্তু আসলে কি ওটা পরীক্ষা না নিজেকে দায় মুক্ত করার এক নাটকীয় অজুহাত মাত্র ছিলো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।