আমাদের কথা খুঁজে নিন

   

ধরা - বাঁধা

Khan IT Source

হাত বাড়াতেই যা পাই তা'তেই আমাদের ধৈর্য অন্যমনষ্ক দিন ফুরিয়ে যায়, আলোর চোয়াল জুড়ে যতটুকু উজ্জ্বলতা গেঁথে থাকে তা'তেই আমাদের ঘর - দু'অধর গোলাপের রঙ ছাড়িয়ে যায় । এই সংসার জীবন উপচার বালিশের ক'ভার নরম কুশন বন্ধ দড়জা, জানালা - পর্দা ভেড়ানো স্নানাগার জলের টুপটাপ শব্দ কখনো প্রপাতিত জলে দু'জন ভেজা হয়ে যায় একসাথে অনেক্ষণ । আর ঘামে যখন শার্টের বোতাম খুলি বুকের লোমের উপড় কোমল হাত হাত ভর্তি কাঁচের চুড়ির শব্দ মৃদু নখের আঁচর, অসাবধানতা এ-সব যেনো তাঁর আদলেই মেলে ঘুমন্ত সকাল সবুজ দূর্বা ঘাসের মতন আকুল আঙুল তাঁর ছোঁয়াতেই খেলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।