আমাদের কথা খুঁজে নিন

   

কৌতূহলের কারণে



স্রেফ কৌতূহলই কাল হয়ে উঠেছিল এক বিদেশিনীর। রহস্যজনক ঘোরাফেরা ও জুমার নামাজের সময় বায়তুল মোকাররমের ছবি তোলার দায়ে গতকাল শুক্রবার তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মুসলি্লরাই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। জানা গেছে, তিনি একজন সার্বিয়ান এবং শিক্ষানবিশ সাংবাদিক। মেনকা নামের ২৫ বছর বয়সী ওই তরুণী বই পড়ে বায়তুল মোকাররম সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছিলেন।

২৫ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসেন পর্যটন ভিসায়। ওঠেন পল্টনের একটি হোটেলে। সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদ এলাকায় বোরকা পরে ছবি তুলছিলেন ওই তরুণী। মুসল্লিরা এতে বাদ সাধেন। পরে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা, শনিবার ০২ অক্টোবর ২০১০। ১৭ আশ্বিন ১৪১৭। ২২ শাওয়াল ১৪৩১ দৈনিক কালের কন্ঠ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.