আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ ঘুমুচ্ছে

আকাশ ছুঁব...
আকাশ ঘুমুচ্ছে -অদ্বিতীয়া সিমু একটা নিস্তব্ধ আকাশ নেমে এসেছে আমার ছাদে নেমে এসছে চাঁদনী রাত জোছনার হাত জন্ম হতে আজ অব্দি দেখি বিকলাঙ্গ স্বপ্নরা প্রাগৈতিহাসিক ক্ষুধায় ঘুরে চলে রাস্তায় রাস্তায় -------- দেবে কি পেটের লাগি দু’মুঠো ভাত!! পৃথিবী ন্যাংটো হয়ে ঘোরে শহরের রাজপথে হাতে তার ভিক্ষার ঝুলি সংগিনী বস্তির ফুলি কংক্রীটের অবয়বগুলো গলা ছেড়ে গান গায় ঝরে ঝরে পড়ে পাথরের গা থেকে সুখের লাবণ্যগুলি। আমার ছাদের আকাশ তখন কান পেতে শোনে, শোনে বুভুক্ষ কান্না, শোনে ডাকাতের কণ্ঠ। পালায়........ পালায় আকাশ........ দারুচিনির দেশ ছাড়িয়ে, সূর্যের দেশ মাড়িয়ে, আরও দূরে.............. কোন হোয়াইট হাউজের নরম বিছানায়। ন্যাংটো পৃথিবী শোনে আকাশের পায়ের শব্দ যেমন ফুলি ঘ্রাণ পায় রাস্তায় খাবারের..... তাকিয়ে দেখি ছাদে আমি একা নীচে রাজপথে ন্যাংটো পৃথিবীরা পরস্পর ঝগড়ায়রত ঘুমন্ত আকাশের চোখে মায়াবী নেশা আকাশ ঘুমুচ্ছে...... ঘুমুচ্ছে আকাশ......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।