আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গী দমন, অপহরণ আতঙ্ক দূর করাসহ আইনশৃঙ্খলা উন্নয়নে, তিন পার্বত্য জেলায় র্যা বের নতুন ব্যাটালিয়ন হচ্ছে।

বেপোয়া মানুষ

জঙ্গী দমন, জঙ্গী প্রশিক্ষণ বানচাল, অপহরণ আতঙ্ক দূর করাসহ তিন পাবর্ত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে র্যা বের নতুন ব্যাটালিয়ন সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) পক্ষ থেকে নতুন ব্যাটালিয়ন সৃষ্টির একটি প্রস্তাব পুলিশ হেডকোর্য়াটারে পাঠানো হয়েছে। এ সরকারের মেয়াদেই তা কার্যকর হতে পারে বলে আশা করছে র্যা ব। র্যা বের মহাপরিচালক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পর্যায়ক্রমে র্যা বের গঠন, দায়িত্ব ও কার্যাবলী, সংগঠন ও জনবল, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা, র্যা বের অভিযানিক সাফল্যের বছরভিত্তিক পরিসংখ্যান, আইনশৃঙ্খলা উন্নয়নে র্যা বের ভূমিকা, র্যা বের অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক কার্যক্রম এবং র্যা বের উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি তিন পাবর্ত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য একটি ব্যাটালিয়ন সৃষ্টির উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একনেকে প্রস্তাব পাঠাবেন। র্যা ব বাংলাদেশে একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রম নিয়ে আত্মপ্রকাশ করেছে। এবার র্যা ব সরকারের আধুনিকায়নের ছোঁয়ায় দূর্গম, দূর্ভেদ্য পার্বত্য জেলায় জঙ্গী দমনসহ আইন শৃংখলার উন্নয়নে সাহসিকতার পরিচয় দিয়ে পার্বত্য অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করতে পারবে বলে দেশবাসী আশা করছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.