আমাদের কথা খুঁজে নিন

   

একা আমরা

অনেক জটিলতার মাঝে একটু প্রশান্তির আশায় ছুটে চলা।

কষ্টের শিখড়ে আমি ও তুমি, নিচে বহুদূরে ভূমির আবছায়া। দূরন্ত সুখ যেখানে নিরাকার, সেখানে আমি-তুমি সম্পূর্ণ একা। হৃদয়ের সুখগুলো আজ বিমলিন কষ্টের বাগানে আমি-তুমি হেঁটে চলি। কষ্টের চূড়া থেকে চোখে পড়ে- নিচে নীবর সুখের সুখী হাতছানী।

তাই কষ্টের শিখড়ে আমি-তুমি থেকে যাই- সম্পূর্ণ একা। । কষ্টের শিখড়ে- একাকীত্বের বেড়াজালে আবদ্ধ আমি ও তুমি অর্থাৎ আমরা। এ বেড়াজাল ছিন্ন করার কোন প্রচেষ্টা নেই আমার ও তোমার। সঠিকভাবে বলতে গেলে তা দাঁড়ায়- আমরা তা পারব না।

কারণ- আমি শুধু চাই এটা কিন্তু তুমি হয়তো চাও না, তাই ইচ্ছে থাকা সত্বেও ভাঙতে পারি না কষ্টের মাঝে আমাদের একলা থাকার। । তাই তো বোধহয় কষ্টের শিখড়ে আজও আমি আর থেকে যাই- সম্পূর্ণ একা। । -অভি ০১/১০/২০১০


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।