আমাদের কথা খুঁজে নিন

   

বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে কৃষ্ণ নাম যার রয় স্মরণে তাঁর কিরে ভাই ভয় মরণে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে কৃষ্ণ নামের এসনই গুণ বলি ভাই বন্ধুরা শোন কৃষ্ণ নাম যে স্মরণ করে প্রভু কৃষ্ণ রয় না দূরে ও সে বাজায় বাঁশি তার হৃদমাজারে। যেজন বন্ধু কৃষ্ণ ভক্ত হয়না সে কভু রিক্ত নাচে গায় সে প্রেমিক মতন কৃষ্ণ নামের তাই কররে যতন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। থাকনা তোমার শত কৃত্য স্মরণ কর প্রভুরে নিত্য। ধরা দেয় সে তাহারে তাঁর ধ্যানে যেজন রাতগোজারে প্রিয় কৃষ্ণ প্রভু তখন হাসবে হাসি শিশুমতন মগন থাক তাঁর স্মরণে মাথা পাত তাঁর চরণে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।