আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপে করা আমার কিছু আকাম। নিতান্তই টাইম পাস।

সব কিছু লজিক দিয়ে বুঝতে চাই। এবং মনে করি জগতের সব কিছু লজিক্যাল ।
ছবিটা তৈরি করার পর রুমমেটকে দেখালাম। ছবিটি দেখে তাঁর সুচিন্তিত মতামত, ব্লাকটা কালো অংশে লিখতেন আর হোয়াইটটা সাদা অংশে লিখতেন!!! কিছুক্ষন পর আবার নিজেই শুধরে নিলো, ও আচ্ছা তাহলে তো লেখা দেখা যাবেনা। বি কেয়ারফুল! কাউকে চাঁদের সাথে তুলনা করার আগে উপরের ছবিটি আবার দেখুন।

হাই। আমি মিস্ মোনা। ঐ ভিঞ্চি হারামজাদার কাছ থেকে মুক্তি পাইলাম অবশেষে। ব্যাটা একটা খ্যাত আছিলো। আমারে জাব্বা-জুব্বা পরাইয়া ছবি আকছে।

তার তুলনায় এই আর্টিষ্ট অনেক ¯মার্ট। যদিও আমার ইচ্ছা ছিল একটা টাইটানিক স্টাইলের ছবি আকানোর। কিন্তু এই ব্যাটারও হার্ট দুর্বল। যাহোক আপনাদের মধ্যে ঐরকম সাহসী কেউ থাকলে আওয়াজ দিয়েন। আমার মোবাইল হল ০১৭১০৪........ কি ব্যাপার, সবার মন খারাপ কেন? আমাদের কারো নিজেদের গায়ের রং চয়েস হয় নাই।

গায়ের রং বদলাই দ্যান। এখনতো আর সম্ভব না। তোমাদেরকে জেপিইজি ফরমেটে সেইভ করে ফেলছি। ছবিটা কারিনার ফ্রেমটা আমার। চলে আমার জিরাফ হাওয়ার বেগে উইড়া-উইড়া।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.