আমাদের কথা খুঁজে নিন

   

মহা সমস্যায় পড়েছি...

আমি তরুণ। নিয়ম মানতে ভাল লাগেনা...

আমি এক্সপি ব্যবহার করি বহুদিন যাবত। কয়েকদিন আগে এক বন্ধুর পরামর্শে উইন্ডোজ সেভেন সেটাপ দেই। সাধারনত মাইক্রোসফট ওয়ার্ডে প্রচুর কাজ করতে হয় আমাকে। আজ ওয়ার্ড ওপেন করেছি যথা নিয়মে।

তো একটা ডকুমেন্ট সেভ করতে গিয়ে কন্ট্রোল+এস ক্লিক করেছি, হচ্ছেনা। কেন হয়না? কয়েকবার চেষ্টা করেও যখন পারলামনা, তখন দেখি বেশ কিছু এলেমেলো। যেমন ....নিচের দু'টি ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এমন হওয়ার কারন কি? কারো জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ... ছবিতে দেখা যাচ্ছে...যেখানে আগে কন্ট্রোল+এস চেপে ফাইল সেভ করতাম সেখানে দেয়া আছে সিফট+এফ৪, আবার আগে কাট করতাম কন্ট্রোল+এক্স চেপে, অথচ এখন দেখাচ্ছে সিফট+ডিলেট। কপি করতাম কন্ট্রোল+পি চেপে, এখন দেখাচ্ছে কন্ট্রোল+ইনসার্ট।

পেষ্ট করতাম কন্ট্রোল+ভি চেপে, এখানে দেখাচ্ছে সিফট+ইনসার্ট। আরো বেশ কিছু এলোমেলো। ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।