আমাদের কথা খুঁজে নিন

   

বড় ধরণের একটি দূঘর্টনার হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ বিমানের জেদ্দাগামী ফ্লাইটের যাত্রীগণ



গতকাল বাংলাদেশ বিমানের ঢাকা-জেদ্দাগামী ফ্লাইট জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরে ল্যান্ড করতে যাচ্ছিল। কিন্তু অবতরণের পূর্বমূহূর্তে বিমানের একটি চাকা খুলছিল না। বৈমানিক বিষয়টি বুঝতে পেরে বিমান নিয়ে পুনরায় আকাশে উড়াল দেন। দীর্ঘ প্রায় দুই ঘন্টা উড্ডয়ন করে বিমানের জ্বালানী খালি করে ফেলে। পরবর্তীতে জেদ্দা এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারের পরামর্শ অনুযায়ী সৌদি বিমান বাহিনীর ইমার্জেন্সী ল্যান্ডিং গ্রাউন্ডে চাকা ছাড়াই অবতরণ করে। অগ্নি নির্বাপনের সকল প্রস্তুতিসহ সৌদি কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীরা প্রস্তুত থাকে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এয়ারবাসটি অগ্নিকান্ডের দূঘর্টনা থেকে বেঁচে যায়। উক্ত ফ্লাইটের একজন যাত্রীর সূত্রে এ তথ্য জানা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।