আমাদের কথা খুঁজে নিন

   

আমি আজ থেকে সরকারী দল করুম। সরকার পরিবর্তন হইবো, সেই সঙ্গে আমিও; তার অর্থ সব সময় সরকারী দলের লোক..!!!



সম্প্রতি সরকারী দলের একজন মন্ত্রী এবং সর্ব শেষ স্বয়ং প্রধানমন্ত্রী নিজে থেকে বললেন চাকুরির নিয়োগে আওয়ামীলীগের সমর্থকের ভিতর থেকে যোগ্য লোক নিয়োগ করা হবে !! এতদিন চুপে চুপে নিয়োগ দেয়া হচ্ছিলো কিন্তু এমন বক্তব্যে এখন আর এটা আড়ালের কোনো বিষয় থাকছে না। এতে একটি বিষয় এখন প্রাধান্য পাবে তা হলো স্কুল লাইফ থেকে রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আর হয়তো এটা নিয়ে সহিংসতাও বেড়ে যাবে আর অকালে অনেকে প্রানও হারাবে। যাইহোক, এখন হয়তো বিএনপিও বলবে আগামীবার ক্ষমতায় গেলে (সূত্র মতো যাওয়ার কথা, কারন আমাদের দেশে এক দল পর পর দুই বার টিকে থাকা সহজ কিছু না) ওরাও ওদের দলের সমর্থকদের চাকরী দিবো।তার অর্থ আমরা যারা সাধারন মানে আ-ম জ-ন-তা, তাদের কি হবে? একটু ভেবে দেখেছেন কি? কিছুই হবে না, বসে বসে আঙ্গুল চুষতে হবে আর কি.. এটা কি মগের মুল্লুক? দেশটাকে কি ওরা বাপ-দাদার সম্পত্তি মনে করে..? আমরা যারা সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নই তাহলে আমাদের এখন কি বাধ্য হয়ে রাজনীতি করতে হবে? নইলে চাকরী পাবো না , অথবা এ থেকে ওএসডি করা হবে , অথবা ভোলার মনপুরা (এক্কেবারে পাবনা সদর থেকে মনপুরাতে..!!!, রাঙ্গামাটিও মনে হয় ভালা ছিলো) র মতো জায়গাতে শাস্তি স্বরুপ বাধ্য হতে হবে বদলি হতে...??? এটা মনে হয় বর্তমান সরকারের সব সফল কাজকে ঢেকে দিবে... যাইহোক, সর্বশেষ বলবো একজন সাধারন মানে আম জনতা হিসেবে এখন এই দুই দল মানে দুই নেত্রীর শাষন থেকে মুক্তি চাই এবং আগামীতে দেশের নতুন নেতৃত্ব চাই....কেউ একমত আছেন..???????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।