আমাদের কথা খুঁজে নিন

   

ওরা কি অকৃতজ্ঞ?



আজ প্রথম আলো'র ইন্টারনেট সংস্করনে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, "পাবনায় এক হাতে তালি বাজেনি"। ধরে নিলাম মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন ছাত্রলীগের প্রতি ভালবাসা থেকে বলেছেন। তিনিই তো ছাত্রলীগ এবং আওয়ামীলীগ এর অভিভাবক। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি মনে হয় ভুলে গেছেন আপনি এখন আর শুধু আওয়ামীলীগ বা ছাত্রলীগ-এর অভিভাবক নন। আপনি এই দেশের সকল প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীর অভিভাবক।

আপনি এই দেশের ১৬ কোটি মানুষের অভিভাবক। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার প্রশাসনের কর্মচারীদের ভুলে গেছেন। আর যাদের মনে রেখেছেন, শত অপরাধ সত্ত্বেও ক্ষমা করে কাছে টেনে নিয়েছেন তারা কি আপনাকে মনে রেখেছে? দিতে পেরেছে কি আপনাকে আপনার প্রাপ্য সম্মান? ছাত্রলীগ বা আওয়ামীলীগ-এর ভুমিকা এমন হওয়া উচিত, যাদের হাত ধরে স্বাধীন বাংলাদেশের জন্ম। মাননীয় প্রধানমন্ত্রী ওরা আপনার জন্মদিনে আপনাকে এভাবেই সম্মান জানিয়েছে। ছবি গুলো নিচে দেয়া আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।