আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক-০৩

সৃষ্টিশীল কোন কাজ করা। রেজওয়ানুল হাসান সবুজ হলুদ পাতার মাঝে গোলাপী বৃত্তে সাদা দল টক মিষ্টি কামরাঙ্গার পূর্বাভাস মৌমাছির ঘ্রাণ ইন্দ্রিয়ে আঘাত করে টেনে আনে মধু আহরণে বাতাসে পত্র শাখে দোলা লাগে লক্ষ্য ভ্রষ্ট হয় কর্মী মাছি পুনরায় শুরু করে মধু সংগ্রহ পিছনের ব্যর্থতা ভুলে দয়ার চোখে তাকালে মিষ্টি মৌনির্যাস স্বাদ লেহনে অসমাপ্তি উদার হয়নি কখনই তাই বুনদা জ্বেলে ধোয়ার তোড়ে উড়িয়ে মাছি চাক কেটে আনি বাতাস ভারি হয় বুন বুন রবে প্রতিবাদ প্রতিধ্বনি বিলীন হয়ে মিলিয়ে যায় প্রকৃতি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।