আমাদের কথা খুঁজে নিন

   

বন্দর গতিশীল করার উদ্যোগ চবকের

ভালো ..তবে কালো

বন্দরে গতি আনতে শিপিং এজেন্টগুলোর ডিও শাখা ছুটির দিনেও এবং কন্টেইনার সরবরাহ গেট ৮টা পর্যন্ত খোলা রাখাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার দুুপুরে বন্দর ভবনে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা ও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে সিদ্ধান্তগুলো নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানান চবক চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রথমবারের মতো বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠকে বসল। বৈঠকে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের অন্যতম সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কোনো প্রতিনিধি ছিল না।

রোববার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে বন্দর ব্যবহারকারীদের এক বৈঠকে নৌপরিবহনমন্ত্রী ও চবক চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন চেম্বার সভাপতি ও সরকারদলীয় সাংসদ এম এ লতিফ। বন্দরে গতি আনতে গুচ্ছ সিদ্ধান্ত বন্দরের কন্টেইনার সরবরাহের সব গেট বিকাল ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা এবং আমদানি-রপ্তানি কন্টেইনার পৃথকভাবে রাখতে বিশেষ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয় সোমবারের বৈঠকে। বৈঠকে নেয়া অন্য উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো� বন্দর এক্সেস রোডে কাস্টমসের শাখা খোলা, চিটাগাং কনটেইনার টার্মিনালে যেসব জাহাজ ভিড়বে সেগুলোর কন্টেইনার সরাসরি এনসিটি ইয়ার্ডে রাখা, খালি কন্টেইনার দ্রুত অপসারণ করা, রপ্তানি পণ্য জাহাজিকরণের সময়সীমা শিথিল না করা, ছয় কন্টেইনার জেটির দরপত্র দ্রুত শেষ করে অক্টোবরের মাঝামাঝি কার্যাদেশ দেওয়া এবং যন্ত্রপাতি সরবরাহ বাড়ানো ইত্যাদি। গত চারমাসে বন্দর পরিস্থিতি আগের চেয়ে ভাল অবস্থানে গেছে বলে দাবি করেন চবক চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ। তিনি বলেন, "ছয় কারণে সা�প্রতিক সময়ে বন্দরের দক্ষতা কমে গেছে।

" তিনি বলেন, "জাহাজে কন্টেইনার পরিবহনের হার ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় পণ্য বোঝাই ও খালাসে বেশি সময় লাগছে। এছাড়া বন্দরের ব্যবস্থাপনায় পণ্য ওঠানামার কাজ চালু, ক্রেনবিহীন (গিয়ারলেস) জাহাজের সংখ্যা বেড়ে যাওয়া, ট্রেইলরের অভাবে কন্টেইনার খালাস করতে দেরি হওয়ায় বন্দরের দক্ষতা কমে যায়। " কমোডর আর ইউ আহমেদ জানান, গত জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্তচট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল চারদিনের নিচে নেমে এসেছে। আগে এ অবস্থানকাল ছিল প্রায় সাত/আট দিন। বন্দরের ১২টি জেনারেল কার্গো বার্থের মধ্যে বন্দর কর্তৃপক্ষের পরিচালিত ছয়টি কন্টেইনার বার্থের কারণে দক্ষতা কমে যাচ্ছে স্বীকার করে চেয়ারম্যান বলেন, "দক্ষতা কমবে জেনে আইনি বাধ্যবাধকতার কারণে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে এ দায়িত্ব নিয়েছিলাম।

" তিনি জানান, ছয়টি কন্টেইনার বার্থে শুক্র, শনি ও রোববার ডেলিভারি শিথিল থাকে। এসব বার্থ টেন্ডারের মাধ্যমে বেসরকারি অপারেটরদের হাতে দিলে এ সমস্যা আর থাকবে না। উচ্চ আদালতের নির্দেশে এ বছরের ১০ মে থেকে বেসরকারি অপারেটরদের বাদ দিয়ে ছয়টি বার্থে অপারেটর হিসেবে কাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষ। সরকার যখন বলবে তখন যাবেন চবক চেয়ারম্যান চট্টগ্রাম চেম্বারে রোববার বন্দর ব্যবহারকারীদের এক বৈঠকে সাংসদ এম এ লতিফের নৌ-পরিবহনমন্ত্রী ও বন্দর চেয়ারম্যানের পদত্যাগের দাবি প্রসঙ্গেও ব্রিফিংয়ে কথা বলেন চবক চেয়ারম্যান। তিনি বলেন, "উনি উনার বিচার বুদ্ধিতে যা ভাল মনে করেছেন তা বলেছেন।

নৌবাহিনী থেকে প্রেষণে সরকার আমাকে এ পদে চাকরি দিয়েছে। " "সরকার যখন বলবে তখন আমি এখান থেকে চলে যাব," বলেন কমোডর আর ইউ আহমেদ। বৈঠকে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কামাল হায়াত ও সহ-সভাপতি পারভেজ আহমেদ, বিজিএমইএ ও শিপার্স কাউন্সিলের প্রতিনিধি জসীম ইউ আহমেদ, মেট্টোপলিটন চেম্বারের পরিচালক এ এম মাহবুব চৌধুরী, বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো'স আ্যসোসিয়েশনের উপদেষ্টা ক্যাপ্টেন আহসান আজিজ শেলী, ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোবাশ্বের আহমদ হাশেমী প্রমুখ উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.