আমাদের কথা খুঁজে নিন

   

দুটি লিরিক: কেন এলে না & ইচ্ছে রঙ

লেখিতে এবং পড়িতে ভালবাসি। ১। কেন এলে না। কেন এলে না তুমি কেন এলে না। বিরহ লগন, বেদনা বিদূর কেন বোঝো না।

কেন এলে না তুমি কেন এলে না। জোনাকী দল জ্বেলে আলো পথ চেয়ে জেগে থাকে, ঘুমহীন দু'টি আঁখি খোঁজে যায়, বুজে না। কেন এলে না তুমি কেন এলে না। উঠে রবি, ডুবে রবি ঘড়ির কাটা থামাই দেখি, চোখের জলে ভিজে মন তবু দেখা দাও না। কেন এলে না তুমি কেন এলে না।

২। ইচ্ছে রঙ। চোখে চোখে দেখা গল্পের ছুঁতো খোঁজা। মন চায় হারাতে কিছু স্বপ্নের আবেশে। শুধু ভালবেসে আজ ভালবেসে।

চুপি চুপি দেখা ইশারায় কাছে ডাকা। মন চায় হারাতে আবেগী প্রেমের পরশে। শুধু ভালবেসে আজ ভালবেসে। ঘুম ঘুম চোখে ভাবি জড়িয়ে আছে। মন চায় হারাতে স্বর্গ সুখে ভেসে।

শুধু ভালবেস আজ ভালবেসে। (১৪-০৫-২০১৩) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।