আমাদের কথা খুঁজে নিন

   

নিয়োগ নিয়ে কি হচ্ছে আল্লাহ ভালো জানেন কেন???? আপনারাই তো সব জানেন।



প্রশাসনসহ বিভিন্ন স্তরের নিয়োগে অনিয়ম ও দুর্নীতির পাল্টাপাল্টি অভিযোগ খতিয়ে দেখতে সরকারকে উচ্চপর্যায়ের তদন্ত টিম গঠনের পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ। তিনি বলেছেন, নিয়োগ নিয়ে কী হচ্ছে আল্লাহ জানেন। সংসদ সদস্যরা দেখা করে আমাকে বলছেন, তাদের কথা কেউ শোনে না। আবার অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারা প্রকাশ্য বলছেন, সংসদ সদস্যরাই সব করছেন। কার কথা সত্য আল্লাহ জানেন।

স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ও পাল্টা অভিযোগ নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। রোববার জাতীয় সংসদ অধিবেশনের একেবারে শেষ পর্যায়ে সরকারদলীয় সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার এসব কথা বলেন। এর আগে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে সুবিদ আলী ভূঁইয়া বলেন, বিভিন্ন সংবাদপত্রে বলা হচ্ছে সংসদ সদস্যরা নিয়োগ বাণিজ্যে জড়িত। অথচ আমার নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়নে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেয়া হয়েছে। কে নিয়োগ নিয়েছে আমি জানি না।

তিনি স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে কুমিল্লা জেলার সির্ভিল সার্জনকে দায়ী করে বলেন, কুমিল্লা জেলায় মোট ৯৯ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু তার নিজ নির্বাচনী এলাকার একজনও নিয়োগ পায়নি। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেন সুবিদ আলী ভূঁইয়া। তার এ বক্তব্যে সায় দিয়ে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ বলেন, পত্র-পত্রিকায় নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হয়। পত্রিকায় দেখি সংসদ সদস্যরা নিয়োগে প্রভাব বিস্তার করছেন।

আবার সংসদ সদস্যরা আমার কাছে এসে অভিযোগ করেন তাদের সুপারিশে কাজ হচ্ছে না। অন্যদিকে সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলছেন, সংসদ সদস্যরা নিয়োগে প্রভাব বিস্তার করছেন। দু’পক্ষের এই বক্তব্যের কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বলা কঠিন। কার দোষ তাও বোঝা কঠিন। কোথায় যে কি হচ্ছে তা আমি বুঝি না।

আল্লাহ জানেন। তবে সমস্যা যে আছে এটা ঠিক। ঠিক মতো কোন কিছুই চলছে না। সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেন। এটা কতটুকু আইনসম্মত সেটা দেখার বিষয়।

আশা করি সরকার বিষয়গুলো দেখবে। তবে আমি মনে করি, একটি উচ্চপর্যায়ের টিম গঠন করে নিয়োগ নিয়ে এই পাল্টাপাল্টি অভিযোগ খতিয়ে দেখা দরকার। দলীয়ভাবে যদি এটা হয় তাহলে সরকার ব্যবস্থা নেবে। আবার যদি অন্য কোনভাবে এটা হয়ে থাকে সে ক্ষেত্রেও সরকারকে ব্যবস্থা নিতে হবে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।