আমাদের কথা খুঁজে নিন

   

My aim in Life !



গতকাল একটি composition নোট করছিলাম এক student এর জন্য। কম্পোজিশনটি ছিল My aim in Life নিয়ে। বাংলায় : “ আমার জীবনের লক্ষ্য”- হ্যাঁ বাংলাটাও বলে দিলাম। না ,যারা ইংরেজী থেকে বাংলা অনুবাদ করতে পারেন তাদের জন্য এই বঙ্গানুবাদ নয় ; এই বঙ্গানুবাদ তাদের জন্য যারা বাংলা থেকে ইংরেজী করতে পারেন না। অবাক হবার কিছু নেই।

এমন লোক আজকাল অনেক পাওয়া যায়। কেউ আসলেই বাংলা ভালভাবে পারেন না,কেউ আবার নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য বাংলা বলতে চান না অথরা বাংলা না জানার ভার করেন। যাই হোক সেই বিষয় আর কথা না বাড়াই। এই ‍বিষয়ে পরে এক সময় বলা যাবে। আজ যা বলা শুরু করেছি তা বলি।

রচনাটি লিখতে গিয়ে আমার মনে হলো এক সময় আমরাও এটা পড়েছি। এবং এও মনে পড়ে যে তখন আমার জীবনের লক্ষ্য ছিল - বিজ্ঞানী হবো। হাস্যকর - তাই না। হ্যাঁ আসলেই হাস্যকর । কি আর করার, ছোট রেলায় বিজ্ঞানের নানা আবিষ্কার দেখে মনে হতো আমিও চমৎকার কিছু করে ফেলবো।

কিন্তু পরীক্ষার খাতা কিন্তু লিখতাম আমি একজন ভারা শিক্সক হতে চাই, ডাক্তার হতে চাই, প্রকৌশলী হতে চাই। কেন লিখতাম? কার রচনা বইতে বিজ্ঞানী হতে চাই এটা পাওয়া যেত না। কি করবো বলুন আমিও তো মানুষ - পরীক্ষায় ভাল আমারও করতে ইচ্ছা করে। নিজে বানায় রিখলে লেখায় সাহিত্য থাকতো না অথবা নানা রকম ভুল থাকত - পরে নম্বর এ ঘাটতি ঘটতো। তবে আজকাল বাস্তবে এই রচনাই কিন্তু সত্য।

আমার ক্ষেত্রে রচনাটা ছিল নিছকই একাডেমিক রচনা , এর বেশী কিছু না। কিন্তু আজকাল সবারই মনের ইচ্ছা - আমি ডাক্তার হতে চাই, প্রকৌশলী হতে চাই। তবে “মনের ইচ্ছা” বললে ভুল হবে। কারন আমার মতে এই ইচ্ছা আসলে আরোপিত। ছোট বেলা থেকেই তাদের কানের চারপাশে শুধু ডাক্তার, প্রকৌশলী - এই কথাগুলোই বলা হয়।

সবাই যদি প্রকৌশলী, ডাক্তার হয় তাহলে কে হবে রবীন্দ্রনাথ, কে হবে নজরুল, কে হবে জয়নুল, কে হবে শচীন, কে হবে আজকের আ্ইনস্টাইন, কে হবে ......? এমন চিন্তার এর মূল কারন আমাদের বিবেক, আমাদের শিক্ষা, আমাদের রুচি। সহজ কথায় আমার মতে শুধু ডাক্তার অথবা শুধু প্রকৌশলী হতে চাওয়া আমাদের মুর্খতার পরিচয় বহন করে। আমার মতে এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে সে নিজে, পুরো দেশ এবং পুরো জাতি, কমে যাচ্ছে আমাদের সামনে এগিয়ে যাবার সম্ভবনা। আর এসব কারনেই হয়তো আজ আমরা এখনো পিছিয়ে আছি। অনেক কিছু বলার আছে।

আজ ছোট্ট করে একে ক্ষোভের কথা বলে দিলাম। যদিও পুরোপুরি মনের কথাগুলো ণলখতে পারলাম না। কারণ লেখালেখির অভ্রাস আমার তেমন একটা নেই। তাই যা বলতে চাই তা লিখে ঠিকমত বোঝাতে ব্যর্থ হই মাঝে মধ্যেই। নিজের জগতকে অন্যের কাছে তুলে ধরার জন্য যেমন আমার ব্লগ লেখা ঠিক তেমনি নিজে লেখালেখির ক্ষমতাটাকে একটু ঘষামাজা করা ।

আশা করি িএক দিন নিজের লেখালেখির জরতা আমি কাটিয়ে উঠতে সক্ষম হবো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।