আমাদের কথা খুঁজে নিন

   

...অপরিনত...



...মানুষ কখন পরিনত হয়! মানুষ যখনি বুঝতে শেখে তখন কয়েকটা ভালোর মাঝে কয়েকশ ভূলও উপস্থিত হয় এবং একে একে এগুলো সামনে বেরিয়ে আসে ফলে কোন কাজ ভালো হলেও ফল অপূর্ণ রয়ে যায় আর প্রশ্ন আসে অপূর্ণতার। এখনকার সমাজে “পরিনত” কথাটির অর্থ হচ্ছে টেবিলের নিচ থেকে ঘুষ নিয়ে বড়লোক হওয়া, মিথ্যে ও চাপার ফুলঝুড়ি ছোটানো, একসাথে কতগুলো প্রেমের মিথ্যে অভিনয়, নেশার মাঝে নিজেকে ডুবিয়ে রাখা। এগুলো না হলে নাকি পরিনত হওয়া যায় না ফলে সমাজে টিকে থাকাও কস্টকর হয়ে দাঁড়ায়। কোথাও কাজ করতে চাও তাহলে মামা, চাচা আর টেবিলের নিচ না থাকলে তুমি অনভিজ্ঞ, ভালোবাসতে চাও তাহলে ভালোবাসার মিথ্যে অভিনয়ে শরীর স্পর্শ কর তারপর কোথাও শুয়ে পড়, পরিনত হতে চাও তাহলে মিথ্যে আর চাপার অজস্ররতায় ছোট দেখবে সব কিছু এম্নিতেই সহজ হয়ে গেছে, একটু বেশি পরিমান মদ আর যত বেশি গাজা সে ততই রাজা। নাহ! এখনও পরিনত নই, এখনও সিগারেট স্পর্শ করিনি যদিও পানীয়তে চেস্টায় ছিলাম তাও হলো না কারন এর আসল মজাটা কথায় তাই ধরতে পারিনি। এখন ভালোবাসায় ভালই আছি তবে কোথাও কোন একটা ফাক রয়েই গেছে তাও ধরতে পারছি না, মিথ্যেটা বেশি বললেও আসল মুহূর্তে কাজে লাগে না আর মামা চাচার কথা না বললেই ভালো, তাদের থেকে মনেহয় আমিই বড়। এমন এক জায়গায় দাড়িয়ে শুধু দেখেই যাচ্ছি আমি, কোন কিছুই যেন করার নেই, এইভাবে আর কতদিন! সত্যি আমি এখনও অপরিনত...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.