আমাদের কথা খুঁজে নিন

   

এক পরীর সাথে কথোপকথন (পর্ব-২)

..............................
পরীর মনে হয় মাথা খুব গরম হই গেছিল.....সে বেশ কয়েকবার কল দিল......আমার বন্ধু বারবার বলছিল ফোনটা ধর কি বলে দেখ......কিন্তু আমার আর সাহস হইেলানা....ফোনটা সাইলেন্ট করে রেখে দিলাম.....বন্ধু কিছুক্ষন থেকে চলে গেল আর আমিও একটা এসাইনমেন্ট নিয়ে ব্যাস্ত হয়ে গেলাম...রাতে খাওয়া দাওয়া করে অনেকক্ষন নেটে বসে ছিলাম.....এর মধ্যে পরীর কথা প্রায় ভুলতে বসেছিলাম.....ঘুমাতে যাওয়ার আগ মহুত্তে ফোনটা নিয়ে দেখি ১০ মিসড কল একটা আননোন নং থেকে....মোবাইল নিয়ে শুয়ে পড়লাম.....সাথে সাথে কল আসল...আমি কোন কিছু না ভেবেই ফোনটা ধরলাম আর একটা ধাক্কা খেলাম......অপর প্রান্তে আর কেউ নয়.....সেই পরী.... পরী: আপনার কি সমস্যা ফোন ধরছেন না কেন না মানে ফোনটা সাইলেন্ট ছিল তাই খেয়াল করিনি পরী: কেউ এভাবে পোন সাইলেন্ট রাখে জরুরী কল ও তো আসতে পারে এসাইনমেন্ট নিয়ে ব্যাস্ত ছিলাম তো তাই খেয়াল করিনি পরী: আপনি নিজেকে কি ভাবেন কিছু না, নিতান্ত সাধারণ বাংলাদেশী নাগরিক পরী: তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে কেন ফোন দিছেন আমি কই দিলাম কল তো আপনি দিছেন পরী: এর আগে সন্ধাবেলায় একটু ঘাবড়ালাম, না মানে ওটা ছিল মিসটেক পরী: আমার নং কোথায় পেলেন এক বন্ধুর কাছে ( ভাবছি সর্বনাশ কোটমার্শাল শুরু হল নাকি) পরী: বন্ধুর নাম কি চুপ করে আছি ( এ কোন বিপদে পড়লাম কার নাম বলি) পরী: কথা বলছেন না কেন বলছি তো (কথার মোড় অন্য দিকে কিভাবে ঘোরানো যায় ভাবছি) পরী: কি বলছেন একটা জিনিস খুব মিস করছি পরী: মিস পরে কইরেন আগে বলেন আমার নং কে দিছে আবার চুপ করে আছি (পুরা কট খায়া গেছি, মাথায় কোন বদ্ধি আসতাছেনা এই জেরা থেকে বাচার) পরী: আপনি কিন্তু আমার ধৈর্য়ের বাঁধ ভেঙে দিচ্ছেন তবুও চুপ (কথা খুঁজে বেড়াচ্ছি আর বন্ধুর চোদ্দগুষ্টি উদ্ধার করছি) পরী: (প্রচন্ড় রেগে) ঐ তুই কথা বলবিনা না আপনি যেভাবে জেরা শুরু করছেন তাতে বলতে ভয় পাচ্ছি (নিজেকে প্রছন্ড় অপমানিত আর আকষ্মিক সম্মোধন পরিবর্তনে ভ্যবাচেকা খেয়ে গেলাম তবে কিভাবে এর শোধ নেয়া যায় তা ভাবছিলাম) পরী: (কিছুটা নিজেকে কন্ট্রোল করে) নির্ভয়ে বল না বলছিলাম আপনি কিন্তু এতক্ষনে একবার ও বলেননি পরী: কি হুমমমমমমমমমমমমম পরী: মানে হুমমমমমমমমমমমমমমমমমমমম পরী: এটা কেন বলতে হবে হুমমমমমমমমমমমমমমমমমমমমমম পরী: কি সমস্যা না কোন সমস্যা না (আমরি ভিতর কেমন জানি জোশ এসে গেছে) পরী: তাহলে না আসলে পুরো ব্যাপারটা এক ধরনের ভুল বোঝাবুঝি পরী: হুমমমমমমমমমমমমমমম সত্যিই আপনার কন্ঠে এটা শুনতে বড়ই সেক্সি লাগে (আস্তে করে) পরী: কি বলছেন ( উত্তেজিত মনে হয়) কই না তো আমি কিছু বলিনি পরী: তাড়াতাড়ি বলেন কি বলব পরী: টিট টিট .;.;.;.;.;.;.;.;.;.;.; ( আর কিছু বলার আগেই ফোনটা কেটে গেল.....মনে হয় পরীর ব্যালেন্স শেষ....আর আমি ও হাফ ছেড়ে বাচলাম...মনে হয় পরীর রাগ ছান্দি ফেটে সপ্তমে.....কেমন জানি সুখ সুখ অনুভতি হচ্ছিল.....তখন কি জানতাম আমার জন্যে সামনে কি অপেক্ষা করছে.....জানলে হয়তো সে রাতে আর ঘুমাতে পারতামনা) চলবে................. পরীর কথোপকথন -১
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।