আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন ব্যাংকিং চালু করছে রাষ্ট্রীয় ব্যাংক রুপালী

তাশফী মাহমুদ

বেসরকারি এক ব্যাংকের সহযোগিতায় নিজের গ্রাহকদের এটিএম কার্ড দেয়া ও প্রয়োজনীয় বুথ তৈরি করতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন রুপালী ব্যাংক। রুপালী ব্যংক তার দুই লাখ গ্রাহকের জন্য এটিএম কার্ড সুবিধা চালু ও ৫০টি এটিএম বুথ তৈরি করবে। বুথগুলো ব্র্যাক ব্যাংকের গ্রাহকরাও ব্যবহার করতে পারবে। রুপালীর গ্রাহকদের জন্য এটিএম কার্ড সরবরাহ করবে ব্র্যাক ব্যাংকই। রুপালীর এটিএম কার্ডধারীরাও ব্র্যাক ব্যাংকের দুইশটি এটিএম বুথ ও অমনিবাস নেটওয়ার্কের আওতায় সাতশটি এটিএম বুথ ব্যবহার করতে পারবে।

এ বিষয়ে শনিবার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বেসরকারি ব্র্যাক ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে ব্যাংকটি। এছাড়া সারাদেশে রুপালী ব্যাংকের শাখাগুলোতে অনলাইন কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হয়েছে। গুলশানের ল্যান্ডমার্ক ভবনে রুপালী ব্যাংকের একটি করপোরেট শাখার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সরকারি-বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) ভিত্তিতে রুপালী ও ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান গভর্নর আতিউর। তিনি বলেন, "অতীতে একটি স্বার্থন্বেষী মহলের কারণে অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় হাতছাড়া হতে বসেছিল রাষ্টায়ত্ত্ব এ ব্যাংকটি।

সেই পরিত্যক্ত অবস্থা থেকে রুপালী ব্যাংকের ঘুরে দাঁড়ানো সবার অভিনন্দন দাবি করে। " গত বিএনপি-জামায়াত জোট সরকার রুপালী ব্যাংক বিক্রি করে দেয়ার উদ্যোগ নিয়েছিল। অনুষ্ঠানে রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দীন জানান, চলতি বছরের মধ্যেই রুপালী ব্যাংকের চারশ ৯২টি শাখায় কম্পিউটার সরবরাহ করা হবে এবং আগামী বছর থেকে অনলাইন কার্যক্রম শুরু হবে। ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি অনুযায়ী, রুপালী ব্যাংকের নির্ধারিত জায়গায় আগামী ৩০ সপ্তাহের মধ্যে ৫০টি এটিমে বুথ স্থাপন করবে ব্র্যাক ব্যাংক। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।