আমাদের কথা খুঁজে নিন

   

কাশ এর সাথে নিভৃত বাস

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

বর্ষা উঁকি দিল শেষ শরৎ এ । আমাদের ঋতুগুলো আর কথা রাখতে পারছে না। মানুষের থাবায় ঘুরে গেছে তার উপস্থিতির ঐতিহাসিক সময়।

মানুষের মতিগতির সাথে লড়াই করতে করতে পাল্টে গেছে তাদের আগমনের সময়ও। এবার ঢাকা ছাড়া বাঙলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টির খবর পেলাম। অবশেষে ঢাকায় যখন বৃষ্টি তখন কাল হিসেবে সেটা শরৎ কাল। এজন্যই বোধহয় এই মহানগরে শরৎ এর একটু কদর বেড়েছে। কর্পোরেট মিডিয়া শুরু করেছে শরৎ উৎসব।

.....। কাশফুলের জন্য মায়া হল ভীষণ, নিজের ইচ্ছে মত বেড়ে ওঠার জন্য ওরা বেছে নিয়েছে শহরের প্রান্তরটুকু। বেশি দেরী নেই, ওখানেও হাউজিং আসছে.... আসলে এসে গেছে এখন কেবল দখল করা বাকী। সেসবের আগেই কাশ এর সাথে বসবাস, নিভৃতবাস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।