আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার ভাষন,এবং .................



এখন (BAL) (BNP) শুধু চান্দের দেশ, আর মঙ্গল গ্রহে এই দুইদল রাজনিতী করার বাকি বিশ্বাস না হয় নিজে পড়ে দেখুন.... প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। নিউইয়র্ক সময় বিকেল ৫টায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর ভাষণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নিয়েছে পরস্পর বিরোধী ব্যাপক শোডাউনের প্রস্তুতি। ফলে উভয় শিবিরে এখন চলছে টানটান উত্তেজনা। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হওয়ার ২ ঘণ্টা আগে দলীয় নেতারা ব্যানার ফেস্টুন সহকারে জাতিসংঘ ভবনের সামনে অবস্থান নেবেন।

তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি সমাবেশ করবেন। ইতিমধ্যেই এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। নিউইয়র্ক শহরের বাইরে থেকেও অনেক আওয়ামী লীগ নেতা শহরে এসে অবস্থান নিয়েছেন। এদিকে বিএনপি এদিন কালো পতাকা প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তারা জাতিসংঘ ভবনের সামনে এক সমাবেশ আহ্বান করেছে।

কর্মসূচি সফল করতেও তারা নিচ্ছে ব্যাপক প্রস্তুতি। বিএনপি নেতারা জানান, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, হত্যা, সন্ত্রাস, সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এ কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুই দলের পরস্পর বিরোধী কর্মসূচি গ্রহণ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা খালিদ হাসান শীর্ষ নিউজ ডটকমকে বলেন, আমরা একজন সফল প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য কর্মসূচি গ্রহণ করেছি। এখানে বিএনপির কর্মসূচি গ্রহণ অর্থহীন। তাদের এই নেতিবাচক কর্মসূচিতে দেশের ভাবমূর্তি বিনষ্ট হবে।

ইউএসএ যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ শীর্ষ নিউজ ডটকমকে বলেন, দেশের অবস্থা এখন অতীতের যে কোন সময়ের চেয়ে খারাপ। সচেতন নাগরিক হিসেবে তার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। এ জন্যই আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি। প্রসঙ্গত, গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক এসে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ জেএফকে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে শুভেচ্ছা জানানোর জন্য সমবেত হয়। একই সময় বিএনপি নেতা-কর্মীরাও কালো পতাকা প্রদর্শনের উদ্যোগ নেয়।

এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়। পরে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করে। (শীর্ষ নিউজ ডটকম/এসসি/এস/০৩.২১ ঘ.)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।