আমাদের কথা খুঁজে নিন

   

বুকের ভেতর ঢুকে পড়া তীব্র সৌন্দর্য মন ভাসিয়ে নেয় অজানায়।

সত্য অপ্রিয় হলেও সুন্দর
তীব্র সৌন্দর্য এমনি করেই বুঝি জ্বালা ধরায় বুকের মাঝে। উফ্‌ এত ভাল লাগা রাখি কোথায় ! একটু আগে রুমে ফিরে আসলাম, গিয়ে ছিলাম নদীতে জোছনা বিহারে। যদিও আজ পূর্ণিমার দ্বিতীয় দিন কাল ছিল ভরা পূর্ণিমা। ব্যস্ত থাকার কারনে কাল যাওয়া হয়নি। আজ তিন বন্ধু মিলে গিয়ে ছিলাম নৌকা নিয়ে নদীতে জোছনায় স্নান করতে।

অসাধারণ ভাল লাগার অনুভুতিতে মনটা ভরে গিয়েছে। সে এক অসাধরণ অভিজ্ঞতা, নৌকা যখন মাঝ নদীতে আসল তখন মনে হল এক অপার্থিব সৌন্দর্যে প্লাবিত হচ্ছে চারিদিক। তিন বন্ধু একসাথে চিৎকার দিয়ে উঠলাম। নদীর পানিতে মৃদু ঢেউয়ের সাথে চাঁদের আলোর ছন্দময় নৃত্য নদীর দুপাড়ে হাওয়ায় দোল খাওয়া কাশফুল আর ধঞ্চের সারি সৌন্দর্যটাকে যেন বাড়িয়ে দিল হাজার গুন। আলোয় ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু সেই সাথে আমদের মনটাও।

এমন অনুভুতি প্রকাশের ভাষা আমার জানা নেই। বন্ধু রাশেদ গেয়ে উঠল চাঁদের হাসির বাধ ভেঙেছে উছলে পড়ে আলো......। আহা মধু মধু! আমি শুধু মনে মনে বলছিলাম ও চাঁদের আলো আমার বুকের ভেতর প্রবেশ করো আমায় আলোকিত করো। হঠাৎ অপু চিৎকার করে বলে উঠল বন্ধুরে এই সৌন্দর্য বুকে নিয়ে আমি এখনই মরে যেতে চাই। পাগলটার কথা শুনে হেসে ফেললাম আমরা দুজন।

আহা তীব্র সৌন্দর্য বুকের ভেতর প্রবেশ করলে বুঝি মানুষ এমন কথাই বলে। চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে পড়ার আগ পর্যন্ত ছিলাম নদীতে এর পর চলে আসলাম আমাদের নিজ নিজ ইট কাঠের ঠিকানায়। বুকের মাঝে ভরে নিয়ে আসলাম বেচে থাকার কিছু রশদ। পরিকল্পনা করেছি এরপর সব কটা পুর্নীমা রত্রেই আবার ফিরে আসব এই স্বপ্ন আর সৌন্দর্যের ঠিকানায়। যাবেন নাকি আমাদের সাথে পরের বার? ইট কাঠ পাথরের জটিল পৃথিবী থেকে একটু দুরে প্রকৃতির এমন স্বপ্নময় স্বর্গে, বাজি ধরে বলতে পারি আপনার মনও ভরে যাবে কানায় কানায়।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।