আমাদের কথা খুঁজে নিন

   

যারা ভাত খায় ৩ বেলা আর গাঁজা খায় ৫ বেলা..

বার বার মনে পড়ে সোনালী সেই দিন গুলো...

মানুষ ভাত খায় বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জন্য ভাত খেতেই হয়। আর এমন কি শুনেছেন গাঁজা না খেলে বেঁচে থাকা কষ্টকর হয়ে দাড়ায়। এমন কিছু লোকের সন্ধান পাওয়া গেছে। আমি ঈদের ছুটিতে বিভিন্ন জেলা ভ্রমনে গিয়ে চাঁদপুরে গিয়ে দেখা পেলাম এমন কিছু তরুনের।

যারা ভাত না খেয়ে থাকতে পারে। কিন্তু গাঁজা না খেয়ে থাকতে পারে না। এক পুরিয়া গাঁজা দিয়ে সারাদিন ঘুরানো যায়। যেখানে বসে থাকতে বলবেন সেখানেই বসে থাকবে। শুধু গাঁজা খাওয়ার আশায়।

তাদের ভাষায় ভাতের অপর নাম গাঁজা। তাদের কি আর কিছু বলা যায়। কি মজা পায় গাঁজা খেয়ে এমন প্রশ্নের জবাবে তারা বলে কি যে বলেন ভাই গাঁজার মতো মজার কোন নেষা আছে নাকি। আমি আসলে বুঝতেই পারলাম না তাদের কথা। কি বুঝাতে চেয়েছে।

তাদের কাছে জানতে পারলাম তারা প্রফেশনাল গাঁজাখোর নয় তবু তারা গাঁজা খায় অবিরত, অবিরাম। মোবাইলের ক্যামেরায় তাদের ছবিও তুললাম তারা কিছু মনে করলনা। তবে কি কষ্টে বা কি ভুলে থাকার জন্য তারা গাঁজা খায় তা জানা যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।