আমাদের কথা খুঁজে নিন

   

আরব সাগর তীরে

চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে

ভাসমান ভেলার মত নিরুদ্দেশ পথে পাহাড়, নদ-নদী, উপত্যকা পেরিয়ে আরব সাগর তীরে- বিস্তৃর্ণ মরুপ্রান্তরে, খা-খা রৌদ্দুরে, হাইড্রোলিক শব্দে, বিষণ্ন বিষাদে জেগে ওঠি শবখন্দ থেকে শকুনিরা জেগে ওঠবার আগে। কতো বার প্রান্ত বদল হয়ে বার বার উঁকি দিয়েছে সূর্যটা, গোধূলী বেদনায় লাল হয়েছে আক্রোশের রঙ ছড়িয়ে, অথচ চক্ষু স্থির করে আমি একবারও কোনো দিকে নির্ভয়ে তাকাতে পারিনি। আমার বর্ণমালার মত প্রিয় স্বপ্ন গুলো পঞ্চাশ-পঞ্চান্ন ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দগ্ধ হতে হতে সাধুবর্ণ ধারণ করেছে; যেন বুড়ো মা'র পানের পিক চেহারার সুবর্ণ ছকে মথিত। (সংক্ষেপিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।