আমাদের কথা খুঁজে নিন

   

ডিম আগে না মুরগি আগে? হায়রে বাংলার রাজনীতি আর রাজনীতিবিদ!!!!!

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

ঘটনাটা অনেকটা ডিম আগে না মুরগি আগে বিতর্কের মত, তাই শিরোনামটা দিলাম, তবে পোস্টের ভেতর ডিম মুরগি কোনটাই পাবেন না, পাবেন আমাদের অসুস্থ রাজনীতিবিদদের চিত্র। একটু আগে খবরটা পড়লাম মানবজমিন পত্রিকাতে। শিরোনামটা এমন একটি আমন্ত্রণপত্র এবং নারায়ণগঞ্জে আলোচনা । পুরো সংবাদ পড়ার পর হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না। মুল বিষয় হচ্ছে আমন্ত্রন পত্রে কারো নাম আগে কারো নাম পড়ে লিখা হয়েছে, তাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ বেগম কবরীর মন্তব্য আমন্ত্রণপত্রে যদি বর্তমান এমপিদের নামের আগে কোন সাবেক এমপির নাম ছাপা হয়ে থাকে তাহলে তা অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক। হাসির কারন বাংলার রাজনীতিতে রাজনীতিবিদদেরও ক্রমিক নাম্বার আছে, কার্ডে নাম লিখতেও যে গণতন্ত্র আর গঠনতন্ত্র লাগে তা জানলাম। কাঁদার কারন, দেশের হাজারটা সমস্যা আছে তা নিয়ে কারো মাথা ব্যাথা নেই, কার নাম আগে কার নাম পরে তা নিয়ে কাঁদা ছোড়াছুড়ি চলছে। হায়রে রাজনীতি!!!!! মানবজমিনের মুল সংবাদ: Click This Link গতকাল একটি পোস্টে রাজনীতিবিদদের মুখে থুথু দিয়েছিলাম নিউইয়ের্কের ঘটনার কারনে পোস্টটি পড়তে পারেন Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।