আমাদের কথা খুঁজে নিন

   

এমন সহজ দুপুরে!

সহজ সরল সবকিছুই ভালবাসি। জটিলতা পছন্দ করি না।

কখন তার অলক্ষ্যে অন্তঃপুরে প্রবেশ জানা নেই, নিঃশব্দ শিকারীর মত পায়ে পায়ে তোমার ঘরে কতক্ষণ দাঁড়ায়ে ঠায় তাও বিস্মৃত। তুমিও মশগুল ছিলে আয়নায় নিজেকে নিয়ে। স্নানের স্নিগ্ধতা ছিল তোমার শরীরে, চুল হতে দীর্ঘশ্বাস হয়ে ঝরছিল বিন্দু বিন্দু পৌরাণিক জল, ছিল শাড়ীর ফাকে বরবর্ণিরী শরীরের খানিক আভাস। এমন সহজ দুপুরে তোমাকেই গহীন বনের মায়াময় হরিনী ভেবে তরুন সিংহের মত জেগে উঠার দুর্নিবার অভিলাষ তার-ব্যাপক মাথা চাড়া দিল। অথচ উত্তাপলোভী দশটি আঙ্গুল তার কেমন অসহায় এখন; নিরুত্তাপেরে আগুনে হায় পোড়ে নিধুবন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।