আমাদের কথা খুঁজে নিন

   

এক মাস ধৈর্য সাধনা --জিপি টু বিটিসিএল



রমজানে ৪৫০ মেবা এর এক ফাইল জিপি দিয়া যখন দুই দিন ধইরা নামাইতেসিলাম, ৯৯.৪০% এ আইসা কয় আরো ১৪ ঘন্টা লাগব,-- মনডা এমুন তিতা মারল যে, তখনই জিপির মডেম খুইলা ফুন সেটে সিম ঢুকাইয়া ৫০০০ লম্বরে দিলাম কেন্সেল সেন্ড কইরা। একটু পর কনফারম করল আমি আর হেগো নেটের লগে নাইগা।( হালায় নগদে ৪ বছর ১০০০ টাকা দিয়া নেট খাইলাম-- আমার লগে কন্ডিশন মারাও ! ) মনে হইল কাধের উপর হতে ভার একটা নেমে গেল। এমুন হালকা হালকা ভাব অনেক দিন পাই নাই। ২০০০+৩০০০= ৫০০০(অফিস খরচ হালকা কিসু আছে যেমনে মেনেজ করন যায়) টাকা দিয়া যখন বিটিসিএল নেটসহ ফুন লাইন পাওন যায়, তখন কইলাম ওর মায়েরে বাপ--টিনটি লমু, ২৯ আগস্ট তারিখে টিপসই দিয়া চাইলাম লাইন দেন। আজকা ২২ তারিখ , ফুল লোড নেট লইয়া সামুতে আইলাম লগাইয়া।( বিঃদ্রঃ - এর মাঝে প্রায় ১০ দিন সরকারি বন্ধে বদ হজম খাওন লাগসে ) গন্ডারে ১০-১২ কেবি পাইলে মনে হইত ঈদ আইতাছে, অহন ৬০-৮০( কেবিপিএস--বড় হাতের বি) পাই, মনে হয় আবার নতুন কইরা ঈদ করন লাগপ। দুয়া চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।