আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি আর কখনও গার্মেন্টসে কাজ করতে যাবেন?

সাংবাদিক গার্মেন্টস শ্রমিককে জিজ্ঞেস করলেনঃ আপনি কি আর কখনো গার্মেন্টসে কাজ করতে যাবেন? উত্তরে ঐ নারী শ্রমিক বললেনঃ জীবন থাকতে আর কখনও যাবো না। দরকার লাগলে ভিক্ষা করে খাবো। শ্রমিকের এই মৃত্যু ভয়ংকর। লজ্জায় মাথা নত হয়ে আসে। ঐ মালিকদের প্রতি ঘৃণায় শরীর বিষিয়ে উঠে।

কিন্তু আমরা চাই না গার্মেন্টস শ্রমিকেরা ভিক্ষুক হয়ে ওঠুক। দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পথে শক্তিশালী ভূমিকা রাখা এই শিল্পের প্রতি দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছে মালিকগোষ্ঠী। দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সাংবাদিকেরাও। সাংবাদিক শ্রমিকদেরকে এই প্রশ্ন করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে।

বাঁচিয়ে রাখতে হবে শ্রমিকদেরকে। আমরা চাইনা আর একজন শ্রমিকও মারা যাক। তেমনি চাইনা আমাদের শ্রমিকেরা ভিক্ষুক হয়ে যাক। তাই সাংবাদিকের এই প্রশ্নটি অযৌক্তিক ও অসংলগ্ন। সাংবাদিক প্রশ্ন করতে পারতেন- নিরাপত্তা নিশ্চিত না হলে আপনি কি আর গার্মেন্টসে কাজ করতে যাবেন? এই ধরণের প্রশ্ন হলে, শিল্পও বাঁচতো ভিক্ষুক হতে হতো না শ্রমিককে।

আমরা একটি উন্নত রাষ্ট্র চাই। ভিক্ষুকদের রাষ্ট্র চাই না। গার্মেন্টসে নানান ‘দুর্ঘটনায়’ সাংবাদিকেরা, মালিকেরা, সরকার, জনগণ সবাই দায়িত্বশীলতার পরিচয় না দিলে টিকবে না শিল্পটি। পিছিয়ে যাবে দেশ। তাই আমাদের সমস্ত প্রতিবাদ হতে হবে, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে।

শিল্পের বিরুদ্ধে নয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।