আমাদের কথা খুঁজে নিন

   

হয়ত এমনই হয়

আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com
হয়ত এমনই হয় - অচেনা মাধুরীর পরশে সুরভীই যায় হারিয়ে! তা'র চপলতা ক্ষণিক মুগ্ধ করে রাখলেও কাছে পাওয়া যায় না, হাত বাড়িয়ে। অনেক কথা বলতে চাইলেও আঁখি সমুখে ভেসে ওঠে অদৃশ্য দেয়াল, বিহগের মত কাঁদতে হয় ঠায় দাড়িয়ে সাথিহারা ব্যাকুল ক্রন্দন, পাপড়িগুলো ঝরে ঝরে অসার হয় বংগন। ভেসে ওঠে তবু তার লাস্যময়ী বদন- মুদলে আঁখি, হৃদয়পটে; অবচেতন মন তারে মনিমালা ভেবে ছড়ায় হৃদয়ে রূপোলী কৌমুদী .... যেনো কা'রো বীণা বাজে এ হিয়াতটে। অনাহুত নীলাভ স্বপ্ন ঘিরে থাকে চারপাশ সে স্বপ্ন ভাসে তটিনীর জোয়ারে খুঁজে পায় মিলন মোহনা কোন একদিন পুষ্পনিষেকের মত দেয় মিশায়ে দোঁহারে। হয়ত এ পথ থেকেই শুরু শংকিত পদযাত্রা দেখতে হয় সুখস্বপন, আর মধু আলাপনে রচে কাংখিত প্রেমবীজ বপন।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।