আমাদের কথা খুঁজে নিন

   

তার ছায়া, অন্য আলোকে

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

তার ছায়া, অন্য আলোকে _________________ তবুও তার ফেলে যাওয়া ছায়া ছুয়ে জেনে নিতে ইচ্ছে করে অনাগত ভবিষ্যত ও সুপ্ত পদচারনার কথা কোথায়, কত দূরে! সেই দূর্লভ গিরগিটিও সুবিখ্যাত চিত্রকর কখনো কখনো লতায় পেচানো অজগর আর আলোছায়া ঘন বন তার কোমল ঘাসের নিচে শুয়ে থাকে বিছার স্বপন বক্রতার সীমা অতিক্রম করে গেলো তার ছায়া অর্কের তেজ স্তিমিত হবার পরেও তার চোখ অসীমে চেয়ে থাকে ছায়া, তার ছায়া তার কোমল দৃষ্টির ওপার লুকিয়ে আছে সেইসব হারানো নক্ষত্রাদি নিভৃতে দৃশ্যত নয়, অদৃশ্যে, অন্য আলোকে।। __________________ _________ বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।