আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকম্প হলে কি করনীয়?



বাংলাদেশ ভূতাত্বিক গঠনে অত্যন্ত সক্রিয় অঞ্চলে অবস্থিত। গত ১০ সেপ্টেম্বর ঢাকায় মধ্যম মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। ভূতত্ববিদদের মতে ঢাকায় বড় ধরনের ভূমিকম্পের আশংকা রয়েছে। আসুন জেনে নেই ভূমিকম্প হলে সেক্ষেত্রে কি করণীয়- ভূমিকম্পের সময় : ১। আপনি যদি উচু বিল্ডিং এর ভিতরে থাকেন তাহলে তারাহুরা করে বের হওয়ার চেস্টা না করে ঘরের ভেতরের দিকের দেয়ালের সাথে পিঠ রেখে দাড়ান অথবা পিলার এর নিচে দাড়ান।

কিন্তু বাইরের দিকের দেয়াল,ভারী আসবাবপত্র অথবা জানালা থেকে দুরে থাকুন। ভূমিকম্পের সময় কিচেন ব্য্‌বহার থেকে বিরত থাকুন। ২। আপনি যদি বাইরে থাকেন তাহলে খোলা মাঠ অথবা রাস্তায় চলে যান। পাওয়ার লাইন, বিল্ডিং অথবা এমন কিছু ,যেটা আপনার উপরে পড়লে আপনি আহত হতে পারেন সেসব থেকে দুরে থাকুন।

৩। আপনি ড্রাইভিং করা অবস্থায় ভূমিকম্প হলে খোলা জায়গা দেখে গাড়ি থামান। ব্রীজ, ফ্লাইওভার, বড় গাছ অথবা বিল্ডিং এর নিচে গাড়ি পার্ক করা থেকে বিরত থাকুন। ৪। ভিড়ের মধ্যে থাকলে, ধাক্কাধাক্কি করে বের হওয়ার চেস্টা না করে নিচু হয়ে বসুন এবং হাত দিয়ে আপনার মাথা এবং ঘাড় ঢেকে রাখুন।

৫। ভূমিকম্পের সময় লিফট্‌ ব্যবহার করা থেকে বিরত থাকুন। ভূমিকম্প পরবর্তী সময় করণীয়: ১। বাড়ির মূল গ্যাস এবং বিদ্যুত লাইন বন্ধ করে দিন। সংযোগ গুলো পুনরায় চালু করার আগে সংযোগ গুলো ঠিক আছে কিনা চেক করে দেখুন।

২। আপনার ফোন যদি কাযর্কর থাকে তাহলে শুধু প্রয়োজনীয় কল করুন। নতুবা আপনার অতিরিক্ত কলের কারণে নেটওয়ার্ক এ জ্যাম সৃষ্টি হতে পারে। তার কারণে অনেকেই হয়ত তার প্রয়োজনীয় কল করতে পারবে না। ৩।

রেডিও এবং অন্যান্য মাধ্যমের প্রচারিত তথ্য এবং সতর্কবার্তা অনুসরন করুন। ছোটো ভূমিকম্পের পর বড় একটা ভূমিকম্পের সম্ভাবনা থাকে। তাই সতর্ক থাকুন। ৪। আপনার বাসার এলোমেলো জিনিসপত্র গোছগাছ করার সময় সতর্ক ভাবে গোছান।

৫। যদি বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হয়, তাহলে দৃষ্টিগোচোর হয় এমন স্থানে আপনার অবস্থান জানিয়ে একটা নোট রেখে যান। যাতে করে প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।