আমাদের কথা খুঁজে নিন

   

সচল হিমু কয় : সামু ব্লগ নাকি চিপা : কস কীরে মমিন



সচলায়নতনের ব্লগার হিমু কিছু ছবি খুঁজছিলেন। কেউ একজন তাকে বলল, ছবিগুলো সামু ব্লগে আছে। এরপর হিমু মন্তব্য করলো : ছবিগুলো আমাকে সামুর চিপা থেকে কেন সংগ্রহ করতে হবে? কয়টা লোক সামুতে যায় ? অ্যাঁ। যে গাভী সচলাতয়নে ব্লগায় , সে যদি সামুরে চিপা কয়, তাইলে সচলায়তন কী? গোয়ালঘর ? সামুতে কয়জন লোক যায়, তার আগে গাভী হিমু কেন বলেনা যে সচলায়তনে কয়জন যায়? হিমুকে বলতে চাই, আপনার বাপের বিয়ে এবং বৌভাতে সর্বমোট যে কয়জন লোক এটেন্ড করেছিলেন, সামুতে প্রতি মিনিটে ওই কয়জন লোক থাকে ? সচলায়তনের ব্লগার হয়ে সামুকে আপনি চিপা বলেন কোন রুচিতে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।