আমাদের কথা খুঁজে নিন

   

লাঠিয়াল

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

ফিরে আসবে যেইদিন সর্পসঙ্গমের হাওয়া তোমার মুখের কাছে পড়ে থাকবে সেইদিন সন্ধ্যার করোটি ভরতি শাঁখার আওয়াজ, আমাদের বন্দুকের ঘোড়া কান খাড়া করে তোমাকে দেখার পরিবর্তে দেখবে যাদুকরের দ্বিখন্ডিত মস্তক, খাঁচার পাখিদের সাথে আমি তোমাকেই দেখতে থাকবো হে খয়েরি বিষাদ নৌকার তলে কাদায় লেপটানো যে নথের মালিকানা চাই তার অন্তর ঘাসের বিবরণ কখনো পড়েনি যে আলোর শরীরে তাকে রোজ রোজ আঁকি, সে আলোর সিন্দুকে চুপ হয়ে আছে আমাদের অগাধ প্রতাপ, শৃঙ্গারসিক্ত লাঠিয়াল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।