আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক জীবন থেকে নেয়া

জানার আছে অনেক কিছু তাই জানতে চাই এবং জানাতে চাই।

সেদিন এক বড় ভাই একটি মজার ঘটনা বললেন। বেচারা বিয়ে করেছেন অনেক দেরিতে, আনুমানিক ৩৫ পেরিয়ে গিয়েছিল। তো তাদের বাসায় একজন আংকেল ছিলেন যিনি তাদের ব্যবসায়ীক বিভিন্ন কাজে সাহায্য করতেন বেচারা বড়ই সরল সোজা মানুষ। একদিন খালি বাসা।

তিনি এলেন বাসায়। ঐ বড় ভাই ছাড়া বাসায় আর কেউ ছিলো না। তিনি কতক্ষন ভাইয়ার সাথে গল্প করলেন, পরে ভাইয়া কফি বানিয়ে আংকেল কে দিলেন। আংকেল কফিতে চুমুক দিয়ে বললেন, নাহ ভাতিজা! হয় নাই, আপনেরে বিয়া দিতে হইবো আর কতদিন একা থাকবেন? ভাইয়া জজ্ঞেশ করলেন কি হয়নি? তিনি বললেন আপনে যে চা বানাইলেন সে চাতো বানানো হয় নাই ভাইয়া বললেন কেন কি সমস্যা? আংকেল বললেন চাডা যে বানাইতে পারেন নাই, পুইরা ফালাইসেন। আসলে মাইয়া মানুষের কাম পুরুষে কি আর করতে পারে? ঘটনা টা কিন্তু বাস্তব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।