আমাদের কথা খুঁজে নিন

   

ফু-ওয়াং ক্লাব সমাচার



আজ গভীর রাতে ব্লগ লেখার একটাই কারণ। এক বন্ধুর সাথে একটু আগে মানে রাত প্রায় ১২:৩০ টার দিকে তেজগাও এর নাভানা'র পাশে অবস্থিত ফু-ওয়াং ক্লাবের পাশ দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ গাড়ির বিরাট জটলা। ব্যাপার কি? সব জায়গায় ফাঁকা কিন্তু এখানে এত গাড়ির জ্যাম কেন? উৎকট পোশাকের উদ্ভট কিছু তরুণ তরুণীকে টলতে টলতে ক্লাব থেকে বেরিয়ে আসতে দেখা গেল। বন্ধুটি বলল, এটা হচ্ছে ফু-ওয়াং ক্লাব জটলা।

প্রতিদিনের ঝামেলা। রাত যত গভীর হয় ওদের আনাগোনাও বাড়তে থাকে। বাড়তে থাকে ট্রাফিক জ্যাম। গুলশান-১ এর খুব কাছের এলাকা এটি। স্থানীয় গুলশান থানাও নাকি এদের কখনো কিছু বলে না।

তত্বাবধায়ক সরকারের আমলে একবার এই ফু-ওয়াং ক্লাব থেকে নাকি কিছু তরুন তরুনীকে মদ্যপ অবস্থায় ধরেছিল পুলিশ। ছবিসহ খবরও ছাপা হয়েছিল পত্রিকায়। ক্লাবের নামে এখানে সারারাত চলে তথাকথিত ডিসকো, মদ্যপান ও অন্যান্য অসামাজিক কার্যক্রম। মদ্যপান নতুন কিছু নয়। তবে এটা রাস্তা বন্ধ করে কেন? উৎকট তরুণীরা গভীর রাতে কেন পাবলিক ডিসটার্বেন্সের কারণ হবে? মওদুদ আহমদের বাড়িতে মদের বোতল পাওয়া গিযেছিল।

এজন্য মামলাও হয়েছিল। বতর্মান সরকার যদি এ ধরনের কার্যকলাপ উৎসাহিত করে আর পাবলিক নুইসেন্স বাড়ায় তবে আগামী ইলেকশনে এই সরকারের মনে হয় খবরই আছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।