আমাদের কথা খুঁজে নিন

   

অটো জেনারেটেড মেইল কিভাবে পাঠাবো?

সংঘাতহীন পৃথিবীর প্রত্যাশায় ..........।

আমি ভিজুয়াল বেসিক ৬-এ প্রোগ্রামিং করছি। ডাটাবেস সফটওয়ার হিসেবে ব্যাক এন্ডে আছে মাইক্রোসফট এক্সেস ২০০৭। এখন আমি চাই, আমার ফর্মে একটি কমান্ড বাটন [Send Mail] যুক্ত করতে, যেখানে ক্লিক করলে, একটি অটো জেনারেটেড মেইল, নির্দিষ্ট প্রাপকের কাছে কিছু ডাটা পাঠাবে[Send করবে]। এজন্য ১) আমার ভিজুয়াল বেসিক ৬ এবং মাইক্রোসফট এক্সেস ২০০৭ ছাড়া আর কি কি সফটওয়ার লাগবে? ২) আমি কি মেইল সার্ভার হিসেবে মাইক্রোসফট আউটলুক ২০০৭ ব্যবহার না করে ইয়াহু বা জি-মেইলের সার্ভার ব্যবহার করতে পারব? অর্থাৎ মেইলটি প্রাপকের ইয়াহু বা জি-মেইল -এর ঠিকানায় যাবে। ৩) অটো জেনারেটেড মেইল পাঠানোর জন্য কি কোড লিখতে হবে? ব্লগে এসব বিষয়ে জানেন এমন অনেক ভাইয়া/ আপু আছেন। এ বিষয়ে পরামর্শ দিলে খুবই উপকৃত হব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।