আমাদের কথা খুঁজে নিন

   

কোরআন বুঝার জন্য হাদিসের গুরুত্ত মানবের জন্য মস্ত বড় আশীর্বাদ



হে মানব জাতী , শুধু কোরআনের অনুবাদ পড়ে কোরআন বুঝার চেষ্টা করলে সেটা হবে মস্ত বড় ভুল , কারন কোরআন আল্লাহর বানী আর আল্লাহর বানী কে সহজ ভাবে যিনি জগতে উপস্থাপন করে গেলেন, তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিব হযরত মোহাম্মদ সা । । আর হজরত সা এর বুঝানো সহজ উপস্থাপনা হল হাদিস । । এজন্য কোরআন বুঝতে হাদিস এর গুরুত্ত অপরিসিম ।

। আলোচনা, *********** আল্লাহর মহত্ত্ব এবং রাছুল সা এর রহমত মহানবী হযরত মোহাম্মদ সা সাহাবিদের নিয়ে মদিনায় পরিখা খননে ব্যস্ত , শত শত সাহাবি প্রানান্ত পরিশ্রমের মাধ্যমে মাটি মাথায় বহন করে শক্ত বাধ নির্মাণ এবং মদিনাকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে খুপ খননে ব্যস্ত । নবীজীর প্রিয় সাহাবী লক্ষ্য করলেন নবীজীর পেটে পাথর বাধা , পেট মোবারক ইশদ কুঞ্জিত । সাহাবী নবীজীর শুকনো মুখ মোবারকলক্ষ্য করে বাড়ি চলে আসে । একমাত্র সম্ভল মেষ ছাগ জবাই করে স্ত্রীকে কিছু যব পিষে খামি বানাতে তাগদা দেয় ।

নবীজীর কানে কানে দাওয়াত দেয় সাহাবী , নবীজী তাৎক্ষনিক সব সাহাবাকে দাওয়াত দিতে তাগদা দেন । সাহাবী দাওয়াত দেন সবাইকে যথা সময়ে দলবল লয়ে নবীজী ঐ সাহাবীর বাড়িতে উপস্থিত । আবুআইয়ুব আনসার রা এর স্ত্রী হতবাক , খাবার মাত্র ২/৩ জনের আর লোক ৪ হাজারের অধিক হবে । নবীজী রান্না করা মাংস এবং খামির মধ্য কিছুটা থুথু মোবারক মিশিয়ে দিয়ে পরিবেশন করতে বললেন । সাহাবী তাই করলেন এবং সমস্ত সাহাবিদের মধ্য বিতরন করার পরও আরও খাবার বাড়টি রইল ।

এবার সাহাবীকে ডাকলেন দয়াল নবীজী তোমার ২ সন্তান কোথায় ডেকে নিয়ে এস । সাহাবীর মৌনতা দেখে নবীজী কিছু আচ করতে পেরে ডাক দিলেন হে নাতি ইব্রাহিম ও সাদি তোমরা এস ঘরের কোনে চাদর দিয়ে ডাকা মৃত দুভাই জিন্দা হয়ে নবীজীর পাশে চলে এল এবং জবাব দিল । ঘটনা ক্রমে দুভাই পিতার মেষ জবাই দেখে চুরি লয়ে পাশের জংগলে একেঅপরে , খেলাচ্ছলে জবাই করে বসে । অন্য ভাই ভয় পেয়ে ছাদ থেকে লাফিয়ে সেও মারা যায় , অথচ কেমন সাহাবা ছিল শুধু নবীজীকে রাজি খুশি রাখার জন্য এতবড় শোক ভুলে ছেলেদের লাশ চাদর দিয়ে ডেকে রেখেছিলেন এবং নবীজীর রহমতি ডাকে মৃত দুইজন জিন্দা হয়ে উটেন । ।

আল্লাহু আকবার / ছুবহান আল্লাহ বলুন নবীজী দাওয়াত খেয়ে আবার পরিখার কাজে লেগে গেলেন তার প্রিয় সমস্ত সাহাবাদের নিয়ে । আর আশ্চান্নিত হলেন অনেকেই । পরের দিন ১০০ শত নব্য সাহাবি কালমা পাট করেন । লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুররাছুলুল্লাহ । মুজেজা নবিজিরপ্রতি আল্লাহর মহত্ত্ব ।

কোরআনে এ ধরনের ঘটনা পাওয়া যাবেনা শুধু এক বা একাধিক সুরায় বর্ণীত থাকবে সংক্ষিপ্ত আকারে । । কোরআন একটি বিশ্ব কুষ , মাওলানা জালালউদ্দিন রুম রা বলেন সাত সাগরের পানি দ্বারা যদি কালি বানানো হয় এবং সমস্ত বৃক্ষ দ্বারা যদি কলম বানানো হয় এইরূপ সাত সাগরের পানি লক্ষ লক্ষ বার নিঃশেষ হয়ে যাবে তবুও কোরআন বা আল্লাহ রাছুলের মাহিমা লিখে শেষ করা যাবেনা । । আল্লাহ আমাদের হেদায়েত এবং কোরআন বুঝার রহমত দিন ,আমিন ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.