আমাদের কথা খুঁজে নিন

   

৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা ও স্ত্রী গ্রেপ্তার

অনলাইন প্রতিবেদক:
গ্রাহকের ৩ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোনালী ব্যাংকের ফরিদপুরের সদরপুর শাখার কর্মকর্তা (ক্যাশ) জাকির হোসেন এবং তার শিউলী আক্তারকে আজ সোমবার দুপুরে ফরিদপুর দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়।

সোনালী ব্যাংকের সদরপুর শাখার ম্যানেজার আব্দুল জলিল ২০১২ সালে তাদের বিরুদ্ধে ফরিদপুর থানায় দুর্নীতির মামলা দায়ের করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মলয় কুমার শাহা জানান, জাকির হোসেন ২০০৫ সালের মার্চ থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত গ্রাহকের জমাকৃত ৩ কোটি ১১ লাখ টাকা আত্মসাৎ করে সেই টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে জমিয়েছেন। এ ব্যাপারে ১৩৮ জন আগ্রহকের মানি রিসিড সংগ্রহ করা হয়েছে। এ গ্রাহকদের তিনি ভুয়া মানি রিসিড দিয়ে জমাকৃত টাকা আত্মসাৎ করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।